প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রকাশিত: ২১ অক্টোবর ২০১৮, ০২:০২ পিএম

মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ফেভারিট হিসেবেই সিরিজ শুরু করতে যাচ্ছে টাইগাররা। শক্তির বিচারে প্রায় সব দিক থেকেই এগিয়ে রয়েছে স্বাগতিকরা। এদিকে, বিশ্বকাপের আগে এই সিরিজকে টাইগারদের জন্য অনেক গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করছেন অধিনায়ক মাশরাফি মর্তুজা।

একটা সময় ছিল বাংলাদেশ-জিম্বাবুয়ে দ্বৈরথ ২২ গজে আগুনের ঝাঁজ ছড়ালেও দু’দল এখন দুই মেরুর বাসিন্দা। দু’দলের সাম্প্রতিক পারফরম্যান্সেই সেটা স্পষ্ট। বাংলাদেশ যেখানে এশিয়ার রানার্সআপ দল, জিম্বাবুয়ে সেখানে টানা দুটি সিরিজে হোয়াইটওয়াশ হয়ে বাংলাদেশে এসেছে।

শক্তি, সাম্প্রতিক পারফরম্যান্স, র‌্যাংকিং, হোম কন্ডিশন সুবিধা- সব বিবেচনায় বাংলাদেশের চেয়ে অনেকটাই পিছিয়ে এই জিম্বাবুয়ে। তবে সেখানেই ভয় বাংলাদেশের। জিম্বাবুয়ের বিপক্ষে জিতলে কেউ আলাদা করে টাইগারদের প্রশংসা করবে না। কিন্তু, হারলেই জাত যাবে! ঠিক এ কারণেই জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে বড় চ্যালেঞ্জ মনে করছেন মাশরাফি।

তাই জিম্বাবুয়েকে হালকা করে দেখার ঝুঁকি নিতে চান না মাশরাফি।

দু’দল পরস্পরের খুবই পরিচিত। এই জিম্বাবুয়ের বিপক্ষেই সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাশরাফি মুর্তজার অভিষেক হয়েছে। জিম্বাবুয়ে অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজার এটি বাংলাদেশে ৯ম সফর। সমান নয়টি সফর করেছেন এলটন চিগুম্বুরাও। এছাড়া রস টেলরসহ অন্য ক্রিকেটারদের এই বাংলাদেশের বিপক্ষে খেলার যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। পরস্পরের শক্তি ও দুর্বলতাও দু’দলের খেলোয়াড়দের জানা আছে।

সাকিব ও তামিম ইনজুরির কারণে দলে না থাকায় নিজেদের ভালো সম্ভাবনা দেখছে জিম্বাবুয়ে। তবে এশিয়া কাপের ধারে কাছেও নেই জিম্বাবুয়ে সিরিজ। দুবাইয়ে এশিয়া কাপে দুর্দান্ত ক্রিকেট খেলে এসেছে মাধরাফি বাহিনী। সেই তুলনায় জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজটা অনেকটাই ছোট মনে করা হচ্ছে।

যদিও বাংলাদেশ শিবিরে ভয় চোট নিয়ে। ছোটখাটো চোট রয়েছে মাশরাফি, মুশফিক ও মাহমুদউল্লাহর। এছাড়া কয়েকদিন জ্বর নিয়ে হাসপাতালে ছিলেন পেসার রুবেল হোসেনও। আজ তার খেলা অনিশ্চিত। বিশ্বকাপের আগে কয়েকটা পজিশনের জন্য বিকল্প খেলোয়াড় বাছাইয়ের কাজটা শুরু হবে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ দিয়েই।

বাংলাদেশ একাদশ:

মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), লিটন দাস, ইমরুল কায়েস, ফজলে রাব্বি, মুশফিকুর রহিম, মোহাম্মাদ মিথুন, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, নাজমুল ইসলাম।

জিম্বাবুয়ে একাদশ:

হ্যামিলটন মাসাকাদজা (অধিনায়ক), সেফাস জুয়াও, আরভিন, ব্রেন্ডন টেইলর, সিন উইলিয়ামস, পিটার মুর, সিকান্দার রাজা, ডোনাল্ড ত্রিপানো, ব্রেন্ডন মাভুতা, কেইল জার্ভিস, টেন্দাই চাতারা 

বিডি২৪লাইভ/এএআই

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: