হাওরে অবৈধ কারেন্ট জাল জব্দ

প্রকাশিত: ২৪ অক্টোবর ২০১৮, ০৩:১৮ পিএম

নেত্রকোনার মদন উপজেলার মাঘান ইউনিয়নের বিভিন্ন হাওরে মৎস্য বিভাগের উদ্যোগে বিশেষ অভিযান চালিয়ে সরকার নিষিদ্ধ অবৈধ কারেন্ট, কণা ও বের জাল ব্যবহারকারী জেলেদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন।

মঙ্গলবার (২৩ অক্টোবর) প্রশাসনের লোকজন হাওরে প্রবেশ করার সংবাদ পেয়ে অবৈধ জেলেরা জাল রেখে পালিয়ে যায়। ফেলে রাখা একটি বের জাল ও একশটি কারেন্ট জাল (৪ হাজার মিটার) যার আনুমানিক মূল্য আড়াই লাখ টাকার মতো জব্দ করে বালই নদীর ব্রিজের পাশে জালে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়ে ভস্মিভূত করা হয়।

এ সময় মৎস্য কর্মকর্তা ওয়াহিদুল আবরার, প্রেসক্লাব সভাপতি মো. আল আমীন তালুকদার, এস আই আবুল কালাম সঙ্গীয় ফোর্সসহ এলাকার লোকজন উপস্থিত ছিলেন।

বিডি২৪লাইভ/এমকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: