লিটন-ইমরুলে বাংলাদেশের উড়ন্ত সূচনা

প্রকাশিত: ২৪ অক্টোবর ২০১৮, ০৭:২৭ পিএম

জিম্বাবুয়ের দেয়া চ্যালেঞ্জিং টার্গেটে খেলতে নেমে উড়ন্ত সূচনা করেছে বাংলাদেশ। দুই ওপেনার লিটন দাস ও ইমরুল কায়েসের অনবদ্য ব্যাটিংয়ে ভালো অবস্থানে রয়েছে টাইগাররা। এই রিপোর্ট লেখা পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ মাত্র ৯ ওভারে ৪৮ রান। লিটন ২৭ ও ইমরুল ২০ রানে অপরাজিত আছেন। দুই ব্যাটসম্যানই খেলছেন আগ্রাসী ভঙ্গীতে। জিম্বাবুয়ের বোলাররা এখনও পর্যন্ত টাইগার শিবিরে কোনো চাপ তৈরী করেতে পারেনি।

এর আগে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে ২৪৭ রানের চ্যালেঞ্জিং টার্গেট দিয়েছে জিম্বাবুয়ে। সাবলীল ব্যাটিংয়ে এক পর্যায়ে আরো বড় স্কোরের পথে ছিল সফরকারীরা। তবে শেষ দিকে টাইগারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে মাসাকাদজা বাহিনীকে বেঁধে ফেলে টাইগাররা। সর্বোচ্চ ৭৫ রান করেন ব্রেন্ডন টেইলর। এছাড়া ৪৯ রান করেন সিকান্দার রাজা। টাইগারদের হয়ে ৪৫ রানে ৩ উইকেট নিয়েছেন সাইফউদ্দিন।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ৪৮/০ (৯ ওভারে)
লিটন ২৭*, ইমরুল ২০*

জিম্বাবুয়ে: ২৪৬/৭ (৫০ ওভারশেষে)
টেইলর ৭৫, সিকান্দার ৪৯
সাইফউদ্দিন ৩/৪৫

বিডি২৪লাইভ/এএআই

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: