বিপিএলে মাশরাফির রংপুরে থাকছেন যারা

প্রকাশিত: ২৯ অক্টোবর ২০১৮, ০৩:৪২ পিএম

বিপিএলে মাশরাফি বিন মর্তুজা মানেই যেন অসাধ্য সাধনকারী নেতা। অধিনায়ক হিসেবে তিনটি ভিন্ন দলের হয়ে  বিপিএলের শিরোপা জয়ের রেকর্ড আছে তাঁর। মাঠে কাকে কোথায় ব্যবহার করতে হবে, তা যেন ম্যাশের নখদর্পণে। গেল আসরেও দেখা গেছে তাঁর কুশলী নেতৃত্ব। ফলাফল, প্রথমবারের শিরোপা ঘরে তুলে নেয় রংপুর রাইডার্স। 

এবারও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দলের হয়ে নেতৃত্ব দেবেন মাশরাফি। শিরোপার লড়াইয়ে এগিয়েও থাকছে তাঁর দল। গতকাল প্লেয়ার ড্রাফট শেষ হওয়ার পর, বিভিন্ন পর্যালোচনাতেই দেখা যাচ্ছে রংপুরের শক্তিমত্তা। নিলামের আগেই দলটি নিশ্চিত করে টি-টোয়েন্টির বিধ্বংসী তিন ব্যাটসম্যানকে। ক্রিস গেইলতো গতবারও মাঠ কাঁপিয়েছেন রংপুরের হয়ে। এবারও তাকে দলে ভিড়িয়েছে তারা। শুধু কী তাই, তার পাশাপাশি তারা পেয়েছে ৩৬০ ডিগ্রিখ্যাত প্রোটিয়া ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্সকে।

টি-টোয়েন্টির খবর যারা রাখেন, তারা জানেন যে, ডি ভিলিয়ার্স একাই যেকোনো প্রতিপকক্ষকে উড়িয়ে দেয়ার সামর্থ রাখেন। ক্রিকেটের শর্ট ভার্সনে এতোটাই বিধ্বংসী তিনি যে নিজের দিনে কোনো দলকেই তিনি পাত্তা দেননা খুব একটা। এবার তাঁর সাথে যোগ দিচ্ছেন ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলস। ফলে দুর্ধর্ষ ব্যাটিংয়ের জন্য রংপুর রাইডার্সকে আলাদা সমীহের সাথে দেখবে অন্য সব দলগুলো।

এছাড়া রবি বোপারা, রাইলি রুশো, ওশেন থমাস, বেনি হাওয়েল এর মত কোয়ালিটি ক্রিকেটাররা থাকছেন রংপুর স্কোয়াডে। দেশি প্লেয়ারদের মধ্যে মোহাম্মদ মিথুন ও নাজমুল ইসলাম অপুকে এগিয়ে রাখা যায় নিঃসন্দেহে। ব্যাটিংয়ে গেইল, ডি ভিলিয়ার্স, হেলস, বোপারাদের সাথে মিথুন, মেহেদি মারুফ, নাহিদুল ইসলামরা যথেষ্ট কার্যকর হবেন, তা বলাই যায়। বোলিয়ে মূল ভরসা অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তাঁকে সহায়তা করবেন শফিউল ও ফরহাদ রেজা। স্পিনার হিসেবে নাজমুল ইসলাম অপু, সোহাগ গাজীও যথেষ্ট ভালো।

সবচেয়ে বড় কথা হল দলকে এক সূতোয় গাঁথবেন স্বয়ং মাশরাফি। সামনে থেকে নেতৃত্ব দেয়ায় তাঁর চেয়ে পারঙ্গম কাউকে পাওয়া মুশকিল। মাশরাফির নেতৃত্ব নিঃসন্দেহে রংপুর রাইডার্সের জন্য বড় পাওয়া। সবমিলিয়ে দলটি যথেষ্ট ভারসাম্যপূর্ণ ও শক্তিশালী। আরো একবার শিরোপা জয়ের আশা তারা করতেই পারে।          

এক নজরে রংপুর রাইডার্স স্কোয়াড: 
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্স, অ্যালেক্স হেলস, মোহাম্মদ মিঠুন, নাজমুল ইসলাম অপু, বেনি হাওয়েল, ওশেন থমাস, আবুল হাসান, ফরহাদ রেজা, মেহেদী মারুফ, শফিউল ইসলাম, সোহাগ গাজী, ফারদীন হোসেন, নাহিদুল ইসলাম, নাদিফ চৌধুরী, রবি বোপারা ও রাইলি রুশো।

বিডি২৪লাইভ/এএআই

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: