দারাজের সাথে হাত মিলিয়েছে বিখ্যাত ব্র্যান্ডগুলো

প্রকাশিত: ৩০ অক্টোবর ২০১৮, ০৬:৫৩ পিএম

অনলাইন মার্কেটপ্লেস দারাজ প্রথমবারের বাংলাদেশে নিয়ে এলো বিশ্বের সবচেয়ে বড় অনলাইন মেলা ১১.১১। ইভেন্টটির প্ল্যাটিনাম পার্টনার ইউনিলিভারের লিভার আয়ুশ। আর গোল্ড পার্টনার স্যামসাং, লাক্স ও উমিডিজি।

সিলভার পার্টনারদের মধ্যে ফুটওয়্যার ও ওয়ারড্রোব পার্টনার হিসেবে থাকছে যথাক্রমে অ্যাপেক্স ও এক্সটেসি। এছাড়া অন্যান্য সিলভার পার্টনাররা হলো-ডাভ, সানসিল্ক, এক্স, পিউরইট, সার্ফ এক্সেল, ভিট,শাওমি, শেভার শপ, লা রিভ, ওরিয়ন ফুটওয়্যার, গ্রামীন চেক, র নেশান, ওটু, ক্যারিশম্যাটিক, ফগ, ব্লু বাই স্যাসকো, ভাইব্রেন্ট, এসকেএমইআই, এবং স্বপন’স ওয়ার্ল্ড।

পেমেন্ট পার্টনার হিসেবে থাকছে সাউথ ইস্ট ব্যাংক, এন সি সি ব্যাংক, ব্যাংক এশিয়া, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ইউসিবি ও বিকাশ। মিডিয়া পার্টনার হিসেবে থাকছে সময় টেলিভিশন, বাংলাদেশ প্রতিদিন, ঢাকা এফএম, আইস টুডে এবং বিডি২৪লাইভ ডটকম।

দারাজ বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ মোস্তাহিদল হক বলেন, ‘বাংলাদেশের মানুষকে বিশ্বের সবচেয়ে বড় সেল ডে উপহার দিতে পেরে আমরা গর্বিত। আর এই ইভেন্টে আমরা দেশের সেরা ব্র্যান্ডগুলোর সাথে যুক্ত হতে পেরে আনন্দিত। এবার সময় হয়েছে ফাটাফাটি ফ্রাইডে ভুলে যাবার এবং বিশ্বের সবচেয়ে বড় অনলাইন মেলা ১১.১১ সেলিব্রেট করার।

একদিনের এই ইভেন্টটি বর্তমান বিশ্বের বৃহত্তম অনলাইন শপিং উৎসব, যা আমাজন প্রাইম ডের তুলনায় ১৮ গুণ বড় এবং ব্ল্যাক ফ্রাইডের চেয়ে ২.৫ গুণ বড়। ধারণা করা হচ্ছে এর মাধ্যমে বাংলাদেশের ই- কমার্স ইতিহাসে এক বৈপ্লবিক পরিবর্তন আসবে।

বিডি২৪লাইভ/এমএম/এমআর

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: