বাকৃবিতে ছাত্র বিষয়ক উপদেষ্টার দায়িত্ব হস্তান্তর 

প্রকাশিত: ৩১ অক্টোবর ২০১৮, ০৭:০১ পিএম

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) নতুন ছাত্রবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. মো. ছোলায়মান আলী ফকির।

বুধবার (৩১ অক্টোবর) বিকাল ৪ টায় ছাত্র বিষয়ক উপদেষ্টার কার্যালয়ে সদ্য বিদায়ী ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. সচ্চিদানন্দ দাস চৌধুরী নবনিযুক্ত ছাত্রবিষয়ক উপদেষ্টার কাছে দায়িত্ব হস্তান্তর করেন। 

দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে অধ্যাপক ড. মো. ছোলায়মান আলী ফকিরের সভাপতিত্বে সাবেক ছাত্রবিষয়ক উপদেষ্টা, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন শাখার প্রধান, হলের প্রভোস্ট ও প্রক্টরিয়াল বডির সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে ৯ অক্টোবর ভিসি অধ্যাপক ড. মো. আলী আকবরের এক নির্দেশনায় তাকে আগামী দুই বছরের জন্য ছাত্র বিষয়ক উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়।

অধ্যাপক ড. মো. ছোলায়মান আলী ফকির বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষক। তিনি এর আগে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেলের পরিচালক ও শিক্ষক সমিতির সভাপতির দায়িত্ব পালন করেছেন।
 
বিডি২৪লাইভ/এমকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: