নাইজেরিয়ায় শিয়াদের মিছিলে সেনাবাহিনীর গুলি, নিহত ২৭

প্রকাশিত: ৩১ অক্টোবর ২০১৮, ০৭:৪৭ পিএম

নাইজেরিয়ার মূলধারার শিয়া মুসলিম গ্রুপ জানিয়েছে, দেশটির সেনাবাহিনী তাদের একটি বিক্ষোভ মিছিলে গুলি চালালে কমপক্ষে ২৭ জন নিহত হয়েছেন। ওই গ্রুপটির নেতার মুক্তির দাবিতে রাজধানী আবুজায় বিক্ষোভ মিছিলে গুলি চালালে এই হতাহতের ঘটনা ঘটে।

এ ঘটনায় ক্ষোপ প্রকাশ করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি। তিনি দেশটির সরকার ও নিরাপত্তা বাহিনীকে ধর্মীয় রীতিনীতির প্রতি সম্মান দেখানোর আহ্বান জানান।

শিয়াদের দাবি শনিবার ছয়জন নিহত হয়েছেন এবং আরও ২১ জন নিহত হয় সোমবার। তবে, দেশটির সেনাবাহিনীর দাবি তারা ছয়জনকে হত্যা করেছে।

সেনাবাহিনীর পক্ষ থেকে আরও দাবি করা হয় শিয়া বিক্ষোভকারীরা প্রথমে সেনাবাহিনীর দিকে গুলি ছুঁড়লে তারা পাল্টা জবাব দেয়।

এ বিষয়ে শিয়া গ্রুপ ইসলামিক মুভমেন্ট অব নাইজেরিয়ার মুখপাত্র ইব্রাহিম মুসা বলেছেন, অধিকাংশ মানুষই একটি ধর্মীয় মিছিলে অংশ নিয়েছিলেন। পাশাপাশি তাদের ইরানপন্থি নেতা ইব্রাহিম জাকজাকির মুক্তির জন্যও বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছিল।

নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় শহর জারিয়ায় শিয়াদের ওপর হামলা চালিয়ে শতাধিক ব্যক্তিকে হত্যার পর ২০১৫ সালের ডিসেম্বর মাসে জাকজাকিকে কারাবন্দি করে দেশটির সেনাবাহিনী।

নাইজেরিয়ায় সুন্নি মুসলিমরাই মূলত সংখ্যাগরিষ্ঠ। দেশটির শিয়া মুসলিমদের দাবি তাদের ওপর ধর্মীয় নিপীড়ন চালানো হয়।

বিডি২৪লাইভ/এইচকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: