১০ হাজার ভুয়া অ্যাকাউন্ট ডিলিট

প্রকাশিত: ০৪ নভেম্বর ২০১৮, ১২:৪২ এএম

যুক্তরাষ্ট্রে ডেমোক্র্যাটদের নামে খোলা ১০ হাজারেরও বেশি ভুয়া টুইটার অ্যাকাউন্ট ডিলিট করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমটির কর্তৃপক্ষ।

টুইটারের একজন মুখপাত্র একটি ইমেইল বার্তায় জানিয়েছেন, গত সেপ্টেম্বর এবং অক্টোবরের শুরুর দিকে এসব অ্যাকাউন্ট ডিলিট করা হয়। তিনটি ডেমোক্র্যাট সূত্রও বিষয়টি নিশ্চিত করেছে।

এসব অ্যাকাউন্ট থেকে করা পোস্টে আগামী ৬ নভেম্বর অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল নির্বাচনে ভোট দিতে জনগণকে নিরুৎসাহিত করা হয়।

এর আগে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় মিথ্যা তথ্য ছড়ানোয় কয়েক মিলিয়ন টুইটার অ্যাকাউন্ট ডিলিট করা হয়।

বিডি২৪লাইভ/এইচকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: