রাজধানীতে বোনকে উত্যক্তের প্রতিবাদ করায় ভাই খুন

প্রকাশিত: ০৫ নভেম্বর ২০১৮, ১২:৫৪ এএম

বোনকে উত্যক্ত করার প্রতিবাদ করায় ভাইকে খুন করেছে দুর্বৃত্তরা। রাজধানীর শ্যামপুরে এ ঘটনাটি ঘটেছে। নিহত তরুণের নাম শেখ ইমলাম পাভেল (২২)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্যামপুর থানা ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা মিজানুর রহমান জানান, পাভেলের বোনকে বিরক্ত করতো তুহিন ও শাহিন। পাভেল ঘটনার প্রতিবাদ করায় ওই দুইজন মিলে পাভেলকে ছুরিকাঘাত করে। পুলিশ তুহিন ও শাহিনকে আটকের চেষ্টা করছে।

পাভেলের পারিবারিক সূত্র জানায়, পশ্চিম জুরাইনের মাজার গেট এলাকায় শেখ ইমলাম পাভেলের বাসা। তার বাবার নাম মনির হোসেন। গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফলে।

গত শনিবার দিবাগত রাত ১২টায় মাজারগেট এলাকায় পাভেল এলাকার তুহিন ও শাহীনের সাথে কথা বলছিলো। এ সময় পাভেলের সাথে তাদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে পাভেলকে তারা এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। পাভেল রাস্তায় লুটিয়ে পড়লে ঘাতকরা পালিয়ে যায়। মুমূর্ষু অবস্থায় পাভেলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ রবিবার সকাল সাড়ে ৯টায় পাভেলের মৃত্যু হয়।

বিডি২৪লাইভ/এইচকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: