ঐক্যফ্রন্টে যুক্ত হওয়ায় সরকার আমাকে চাপে রেখেছে 

প্রকাশিত: ০৭ নভেম্বর ২০১৮, ০৯:০৫ পিএম

ঐক্যফ্রন্টের সঙ্গে যুক্ত হওয়ার কারণে সরকার জমি দখলের মত মিথ্যা অভিযোগ তুলে আমাকে চাপ সৃষ্টি করতে এইসব কর্মকাণ্ড করছে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

বুধবার (৭ নভেম্বর) বিকালে সাভারের আশুলিয়ার মির্জানগরে গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ সম্মেলন কেন্দ্রে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব কথা বলেন ডা. জাফরুল্লাহ চৌধুরী।

এ সময় তিনি আরও বলেন, আমার রাজনীতি চরিত্র আছে, তবে রাজনীতি দলের সদস্য নই। দেশের রাজনীতির ঐক্যগুলো খুব ভঙ্গুর হয়। ফলে সরিয়ে দিতে আমাকে চাপে রাখার চেষ্টা।

তিনি আরও বলেন, ফোনে আড়ি পেতে সরকার আনঅ্যাথিক্যাল কাজ করেছে। এ সময় ফোনালাপ দিয়ে সংবাদ প্রচার হওয়ার বিষয়টি গণমাধ্যমের প্রতি প্রশ্ন তোলেন।

উল্লেখ্য, জমি দখল, চাঁদাবাজি, ভুক্তভোগীদের সংবাদ সম্মলনে হামলা ও হত্যার চেষ্ঠাসহ আশুলিয়া থানায় সম্প্রতি ডা. জাফরুল্লাহ চৌধুরী বিরুদ্ধে ৭ টি মামলা দায়ের হয়েছে।

বিডি২৪লাইভ/এমকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: