আশুলিয়ায় বাড়ীভাড়া নিয়ন্ত্রণে প্রতীকী অনশণ

প্রকাশিত: ০৯ নভেম্বর ২০১৮, ০১:৪৬ পিএম

আশুলিয়ায় বাড়ীভাড়া নিয়ন্ত্রণে প্রতীকী অনশণ পালন করেছে সাভার ও আশুলিয়া ভাড়াটিয়া সমন্বয় পরিষদ। শুক্রবার সকাল ১১টায় আশুলিয়া প্রেস ক্লাবের সামনে মশারী ও বিছানা নিয়ে এ প্রতীকী অনশণ পালন করা হয়।

এ সময় নেতাকর্মীরা বলেন, বেশীর ভাগ পোশাক শিল্প থাকায় এ অঞ্চল বাংলাদেশের অর্থনীতিতে অন্যতম একটি গুরুত্বপূর্ণ এলাকা। তাই এ পোশাক শিল্পের কারণে এ অঞ্চলের দুই তৃতীয়াংশ মানুষ ভাড়াটিয়া। এই সুযোগে বাড়ীওয়ালারা নিয়ন্ত্রণহীনভাবে ভাড়া বৃদ্ধি করছে। এর কারণে অধিকাংশ ভাড়াটিয়ারা মানবেতর জীবন-যাপন করতে বাধ্য হচ্ছে।

যার ফলে আমরা দীর্ঘদিন ধরে এর নিয়ন্ত্রণের দাবী জানিয়ে আসছি। দেশের প্রচলিত ভাড়াটিয়া আইন ১৯৯১ বাস্তবায়ণ ও বাড়ীভাড়া নিয়ন্ত্রণে প্রশাসনিক মহলের পদক্ষেপ নিতে সুদৃষ্টি কামনা করেন নেতাকর্মীরা।

সাভার ও আশুলিয়া ভাড়াটিয়া সমন্বয় পরিষদের সভাপতি রফিকুল ইসলাম সুজনের সভাপতিত্বে আয়োজিত কর্মসূচীর সঞ্চলণায় ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন।

এ অনশণে অংশগ্রহণ করেন শ্রমিক নেতা আব্দুল্লাহ আল-মামুন, ইসমাইল হোসেন, ইমন শিকদার, শাহীন মন্ডল, আব্দুস সালাম বেল্লাল, শাহ-আলম, জাকির আহমেদ, খোরশেদ আলম, জহীরুল ইসলাম, মোতালেব হোসেন রতন ও অন্যান্য নেতাকর্মীসহ পোশাক শ্রমিকরা।

বিডি২৪লাইভ/আরআই

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: