সিরাজগঞ্জে তাবলিগের ওয়াজিহাতি জোড় অনুষ্ঠিত

প্রকাশিত: ১০ নভেম্বর ২০১৮, ০৪:১৬ পিএম

বাংলাদেশে তাবলীগ জামায়াতের মধ্যকার সংকট নিরসনে সিরাজগঞ্জে তাবলিগ সাথীদের ওয়াজাহাতি জোড় অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের রেলওয়ে কলোনি কওমি মাদ্রাসা মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে ঢাকাস্থ কাকরাইলের তাবলিগ জামায়াতের সুরা সদস্য মাওলানা ওমর ফারুক, মাওলানা ওবায়দুল্লাহ ফারুক ও মাওলানা আবু ওবায়দাসহ দেশের ওলামায়ে কেরামগণ দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা তাবলিগ জামায়াতের কুরআন হাদীসের মনগড়া ব্যাখা, তাবলিগের গুরুত্ব বোঝাতে গিয়ে তাবলিগ ব্যতিত দ্বীনের অন্যান্য মেহনতকে দ্বীনি শিক্ষা ও তাসাওফকে হেয় প্রতিপন্ন করা ও মাওলানা ইলিয়াছ (রহ.) এর উসুল ও কর্মপন্থা থেকে সরে যাবার কারণে মাওলানা মুহম্মাদ সাদকে অনুসরণ করা  থেকে বিরত থাকার আহবান জানিয়ে তাকে সম্পূর্ণভাবে বর্জন ও নিষিদ্ধ করা হয়।

সমাবেশে জেলার কয়েক সহস্রাধিক ধর্মপ্রাণ মুসলমান ও মাদরাসা ছাত্র অংশগ্রহণ করেন।

বিডি২৪লাইভ/এমকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: