আ’লীগের মনোনয়ন কিনেছেন অ্যাটর্নি জেনারেল, টিকিট পেলে পদত্যাগ

প্রকাশিত: ১০ নভেম্বর ২০১৮, ০৫:০০ পিএম

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শুরু হয়েছে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি। দ্বিতীয় দিনের মত মনোনয়ন ফরম বিক্রি চলছে।

দ্বিতীয় দিনে এসে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মুন্সীগঞ্জ-২ (টঙ্গীবাড়ী-লৌহজং) আসনে মনোনয়নপত্র কিনেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

এদিকে, দলীয় মনোনয়ন পেলে অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করবেন বলে জানিয়েছেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, ‘মুন্সীগঞ্জ-২ আসনের জনগণ তাদের প্রার্থী হিসেবে আমাকে দেখতে চায়। দীর্ঘদিন ধরে এলাকার মানুষের জন্য কাজ করে এসেছি। তাদের পাশে থেকেছি। শনিবার আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মুন্সীগঞ্জ-২ (টঙ্গীবাড়ী-লৌহজং) আসনের জন্য মনোনয়নপত্র কিনেছি। আশা করছি আমি দলীয় মনোনয়ন পাব।’

রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তার পদে থেকে নির্বাচন করতে পারবেন কিনা এমন প্রশ্নে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘এ পদে থেকে নির্বাচন করতে আইনি বাধা নেই। তবে আমি যদি মনোনয়ন পাই তাহলে কোনো ধরনের বিতর্কের উর্ধ্বে থাকতে অ্যাটর্নি জেনারেল পদ থেকে পদত্যাগ করব।’

বর্তমান সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলিকে হটিয়ে দলীয় মনোনয়ন পাবেন কিনা এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমি আশাবাদী যে আমি মনোনয়ন পাবো। কারণ, ‘সে’ প্রথমবার সংরক্ষিত আসনে এমপি হয়েছিল। আর দ্বিতীয়বার পার্টির গণজোয়ারে সে এমপি হয়।’

এবারের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন তাই আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচিত হওয়ার ব্যাপারে আশাবাদী জানিয়ে মাহবুবে আলম বলেন, ‘তবে এবারের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। এবার আমি দলীয় মনোনয়ন পেলে মুন্সীগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচিত হব বলে শতভাগ আশাবাদী।’

মাহবুবে আলম বিগত কয়েক বছর ধরে মুন্সীগঞ্জ-২ আসনের রাজনীতিতে সক্রিয় হয়েছেন। পাশাপাশি এলাকার বিভিন্ন সামাজিক রাজনৈতিক অনুষ্ঠানের মাধ্যমে চষে বেড়িয়েছেন নিজ নির্বাচনী এলাকা।

উল্লেখ্য, ঘোষিত তফসিল অনুযায়ী ২৩ ডিসেম্বর হবে ভোট গ্রহণ, মনোনয়নপত্র জমার শেষ সময় ১৯ নভেম্বর পর্যন্ত, মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ২২ নভেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ নভেম্বর এবং ৫ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

বিডি২৪লাইভ/এএইচ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: