দলীয় মনোনয়ন পত্র জমা দিলেন রেলপথ মন্ত্রী

প্রকাশিত: ১০ নভেম্বর ২০১৮, ১০:৪৬ পিএম

কুমিল্লা- ১১ (চৌদ্দগ্রাম) আসন থেকে দলীয় মনোনয়নপত্র জমা দিলেন জেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক এমপি। এ সময় মনোনয়ন পত্র গ্রহণ করেন আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। 

এছাড়াও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. মসিউর রহমান ও আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক ড. সেলিম মাহমুদসহ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ। 

শনিবার সকাল সাড়ে দশটায় কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক এমপির পক্ষে দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগ সদস্য সাইফুল ইসলাম, উপ-কমিটির সহ সম্পাদক কামরুল হাসান মুরাদ, চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলকরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক হেলাল, উপজেলা যুবলীগের আহব্বায়ক শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজালাল মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক কাশিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন,  উপ-কমিটির সদস্য ইসমাঈল হোসেন শাহীন।

মন্ত্রী মনোনয়ন পত্র জমা শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. মসিউর রহমান ও  আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক ড. সেলিম মাহমুদসহ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করেন।  

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: