আ’লীগের মনোনয়ন বোর্ডে রয়েছেন যারা

প্রকাশিত: ১২ নভেম্বর ২০১৮, ০৬:৪৯ পিএম

আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কৃষিবিদ ড. আব্দুর রাজ্জাক ও সভাপতিমন্ডলীর সদস্য ফারুক খান। আওয়ামী লীগের একাধিক বিশ্বস্ত সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

ইতোপূর্বে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের মোট সদস্য ছিলেন ১১ জন। এরমধ্যে সুরঞ্জিত সেনগুপ্ত মারা যাওয়ায় একটি সদস্য পদ খালি ছিল। আজ দুজন যোগ হযওয়ায় সংসদীয় মনোনয়ন বোর্ডের মোট সদস্য সংখ্যা ১২ জনে উন্নীত হল।

আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড:-

১। শেখ হাসিনা

২। ওবায়দুল কাদের

৩। সৈয়দা সাজেদা চৌধুরী

৪। আমির হোসেন আমু

৫। তোফায়েল আহমেদ

৬। সৈয়দ আশরাফুল ইসলাম

৭। শেখ ফজলুল করিম সেলিম

৮। কাজী জাফরউল্লাহ

৯। অধ্যাপক ড. আলাউদ্দীন

১০। রশিদুল আলম

১১। ড. আব্দুর রাজ্জাক

১২। ফারুক খান

প্রসঙ্গত, আওয়ামী লীগের সংসদ সদস্য মনোনয়নের দায়িত্বে আছে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড।

বিডি২৪লাইভ/এসআই/এসএস

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: