প্রচারণা শুরু ১১ ডিসেম্বর

প্রকাশিত: ১২ নভেম্বর ২০১৮, ১০:২১ পিএম

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলো জোটবদ্ধ হয়ে নির্বাচন করতে আবেদনের সময় আরও তিন দিন পাবে। আবার একাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করায় দলগুলো ১৫ নভেম্বর পর্যন্ত জোটবদ্ধ আবেদনের সুযোগ পাচ্ছে। অন্যদিকে একাদশ সংসদ নির্বাচনে প্রচারণা শুরু হবে ১১ ডিসেম্বর।

জানতে চাইলে ইসির জনসংযোগ পরিচালক যুগ্মসচিব এস এম আসাদুজ্জামান জানান, ৮ নভেম্বর ঘোষিত তফসিল অনুযায়ী, ১১ নভেম্বরের মধ্যে জোটভুক্ত দলগুলোর অভিন্ন প্রতীক ব্যবহারের সুযোগ ছিল। পুনতফসিল হওয়ায় এবার ১৫ নভেম্বর পর‌্যন্ত দলগুলো ফের সুযোগ পাবে। এ বিষয়ে দলগুলোকে কমিশন আবার চিঠি দেবে।

এদিকে পুনতফসিল অনুযায়ী ৯ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের পরদিন ১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দ করবে রিটার্নিং অফিসার।

এস এম আসাদুজ্জামান জানান, সেক্ষেত্রে দলীয় ও স্বতন্ত্র প্রার্থিরা ১১ ডিসেম্বর থেকে প্রচারে নামতে পারবে।

ভোটের দিনের পূর্ববর্তী তিন সপ্তাহ (২১ দিন) আগে প্রার্থীদের প্রচারণায় আরপিও ও আচরণবিধিতে নিষেধাজ্ঞা রয়েছে।

বিডি২৪লাইভ/এআই/এসএস

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: