ইসির সাথে বৈঠক শেষে যা বললেন মির্জা ফখরুল

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০১৮, ০৬:১৮ পিএম

নির্বাচনে থাকা না থাকাটা নির্ভর করছে ইসি এবং নির্বাচনকালীন সরকারের আচরণের উপর বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (১৪ নভেম্বর) বিকেলে ইসির সাথে সোয়া দু'ঘন্টার বৈঠক শেষে ঐক্যফ্রন্টের মুখপাত্র বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, নির্বাচনের সময় সেনাবাহিনী মোতায়েন করতে হবে। খালেদা জিয়ার মুক্তি ছাড়া নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে না।

তিনি আরও বলেন, বিএনপি বা অন্যান্য দল নির্বাচনে আসবে কিনা বা নির্বাচন শুভ হবে কিনা, এটা নির্বাচন কমিশন ও নির্বাচনকালীন সরকারের উপর নির্ভর করছে। নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান। নির্বাচনকালীন সময় নির্বাচন কমিশন কোনও দলীয় আচরণ করবে কি না, এটা দেখার জন্য নির্বাচন তিন সপ্তাহ পেছানোর দাবি জানিয়েছি। কোনও কেন্দ্রে যেন ইভিএম ব্যবহার করা না হয়, সেকথা আমরা জানিয়েছি। কমিশন সে ব্যাপারে বিবেচনা করবে বলে আমাদের আশ্বাস দিয়েছে।

এসময় বিএনপি অফিসের সামনে হামলার ঘটনায় সিইসি দুঃখ প্রকাশ করেছেন বলে জানান জাতীয় ঐক্যফ্রন্টের ড. কামাল হোসেন।

ড. কামাল বলেন, তারা আমাদের কথা ধৈর্য্য সহকারে শুনেছেন।

বিডি২৪লাইভ/এসএস

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: