বাকৃবিতে সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

প্রকাশিত: ১৫ নভেম্বর ২০১৮, ০১:২২ পিএম

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কর্মরত সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে ৮ দিনব্যাপী ‘ট্রেনিং অন ফুড সেইভটি এন্ড রিসার্চ রিপোর্টিং’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ নভেম্বর) সকাল ১১টার দিকে ইন্টারডিসিপ্লিনারি ইনস্টিটিউট ফর ফুড সিকিউরিটি (আইআইএফএস) এর শ্রেণি কক্ষে ওই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপ-উপাচার্য অধ্যাপক ড. মো: জসিমউদ্দিন খান।

বাকৃবি সাংবাদিক সমিতির বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন পত্রিকার ১৬ জন প্রতিনিধি ওই প্রশিক্ষণে অংশ নেন।

আইআইএফএসের পরিচালক অধ্যাপক ড. এ. এস. মাহফুজুল বারির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো: আতিকুর রহমান খোকন।
ট্রেনিং কোর্স কো-অর্ডিনেটর হিসেবে রয়েছেন অধ্যাপক ড. এ. এস. মাহফুজুল বারি এবং অধ্যাপক ড. মো: হারুনুর রশীদ।

প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও দেশের প্রথিতযশা সাংবাদিকবৃন্দ প্রশিক্ষক হিসেবে থাকবেন।

বিডি২৪লাইভ/টিএএফ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: