‘আমি কখনো বিএনপির ছত্রছায়ায় ছিলাম না’

প্রকাশিত: ১৬ নভেম্বর ২০১৮, ০২:৪৬ পিএম

ঢাকাই চলচ্চিত্রের খল অভিনেতা হিসেবে জনপ্রিয় তিনি। অভিনয়ের পাশাপাশি রাজনীতি, ব্যবসার সাথে জড়িত তিনি। বলছি মনোয়ার হোসেন ডিপজলের কথা। আসন্ন সংসদ নির্বাচনে তিনি ঢাকা-১৪ আসন থেকে ক্ষমতাশীন দল আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বেশ খোলামেলা কথা বললেন তিনি।

আসন্ন নির্বাচন নিয়ে দেশের একটি বেসরকারি টেলিভিশনে সাক্ষাৎকার দেন তিনি। অনেকেই বলে বিএনপি থেকে আপনি কমিশনার নির্বাচিত হয়েছিলেন। বিএনপি থেকে আওয়ামী লীগে আসার কারণ কি এমন প্রশ্নের জবাবে এই অভিনেতা বলেন, ‘আমি বিএনপি করেছি কেউ দেখাতে পারবে না। আমি দুইবার কমিশনার নির্বাচন করেছি স্বতন্ত্র থেকে। আমি কখনও বিএনপির ছত্রছায়ায় ছিলাম না। বিএনপিতে আমার কখনও কোন পদ ছিল না, চাইও নাই।’

আওয়ামী লীগ কে এবার সরাসরি সমর্থন করার কারণ হিসেবে ডিপজল বলেন, ‘বাংলাদেশের জন্মদাতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান। এটা কেউ অস্বীকার করতে পারবে না। বাংলাদেশ নামটাই তিনি এনেছেন। আমি ২০১৫ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের কবর জিয়ারত করে এসেছি। তখন থেকেই আমি চিন্তা করেছি আওয়ামী লীগ আমার জন্য ভালো হবে।’

গাবতলী বাসস্ট্যান্ড নিয়ে আপনার বিরুদ্ধে অভিযোগ পাওয়া যায় বিষয়টি কতটুকু সত্য জানতে চাইলে এই চলচ্চিত্র প্রযোজক বলেন, ‘বাসস্ট্যান্ড নিয়ে চিন্তা করার সময় নেই আমার। আর এই ধরনের মানসিকতা কখনও ছিল না এখনও নেই। যেই অভিযোগ আছে সেই গুলো কেউ কখনও প্রমাণ করতে পারেনি পারবেও না। আমি কেন খারাপ হব? আমার কি কমতি আছে কোন দিক দিয়ে? মানুষেরটা মেরে খাওয়ার চিন্তা কখনও ছিল না এখনও নেই।’

চলচ্চিত্র আমার জন্ম, আমার সব উল্লেখ করে ডিপজল বলেন, ‘মৃত্যর আগ পর্যন্ত আমি চলচ্চিত্র নিয়েই থাকতে চাই। চলচ্চিত্র বাদ দিয়ে এমপি হয়ে কাজ করা সেটা আমি করবো না। এ থেকে নির্বাচন না করা ভালো। বাংলাদেশে এখন কলকাতার ছবি দখল করে নিচ্ছে। যৌথ প্রযোজানা নিয়ে তো এতো দিন অনেক কিছুই করলাম। এবার দেখি সংসদে বসে কিছু করা যায় কিনা।’

১৯৫৮ সালের ১৫ জুন ঢাকার মিরপুরের বাগবাড়িতে জন্ম নেয়া ডিপজলের বাংলা সিনেমায় আগমন হয় পরিচালক মনতাজুর রহমান আকবরের হাত ধরে। তার প্রথম ছবি ‘টাকার পাহাড়’। ছবিটিতে নায়ক ডিপজলের বিপরীতে নায়িকা ছিলেন মিষ্টি। এরপর তিনি আবিদ হাসান বাদল পরিচালিত একটি ছবিতে নায়ক হিসেবে অভিনয় করেন। তারপর দীর্ঘ বিরতি। নব্বই দশকের শেষ দিকে এসে নতুন পরিচয় নিয়ে চলচ্চিত্রে আসেন ডিপজল। কাজী হায়াৎ পরিচালিত ‘তেজী’ ছবিতে তিনি প্রথম ভিলেনের চরিত্রে অভিনয় করেন। ওই ছবি রীতিমতো সাড়া ফেলে দেয়। অবস্থা এমন হয়েছিল যে ডিপজল মানেই ছবি হিট। টানা কয়েক বছর ভিলেন হিসেবে দাপটের সঙ্গে অভিনয়ের পর বিরতি নেন তিনি।

২০০৪ সালে এফ আই মানিক পরিচালিত ‘কোটি টাকার কাবিন’ ছবিতে পুরোপুরি নতুনভাবে আসেন মনোয়ার হোসেন ডিপজল। গল্পের কেন্দ্রীয় চরিত্রে ছিলেন তিনি। ছবিটি হিট হলে আবার আলোচনায় আসেন শক্তিমান এই অভিনেতা।

বিডি২৪লাইভ/এএ/এমআর

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: