মানিকগঞ্জ-১ আসনে মনোনয়ন জমা দিলেন যারা

প্রকাশিত: ১৭ নভেম্বর ২০১৮, ০৫:০০ এএম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-১ আসন (ঘিওর-দৌলতপুর -শিবালয়) আ’লীগ ও বিএনপি বড় দু’দলে মনোনয়ন প্রত্যাশী ১৭ জন ফরম ক্রয় ও জমা প্রদান করেছেন। এরা সকলেই নিজ-নিজ দলের মনোনয়ন পেতে মরিয়া হয়ে উঠেছে।

মনোনয়ন প্রত্যাশী ক্ষমতাশীন আ’লীগের বর্তমান এমপি এ.এম নাঈমুর রহমান দুর্জয়, সাবেক এমপি এবিএম আনোয়ারুল হক, মানিকগঞ্জ জেলা আ’লীগ সাধারণ সম্পাদক আব্দুস সালাম পিপি, যুবলীগ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন মাহমুদ জাহিদ, জেলা নির্বাহী সদস্য পৌরসভা কাউন্সিলর সুভাষ সরকার, বঙ্গবন্ধু কল্যাণ পরিষদ ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সদস্য এডভোকেট মুস্তাফিজুর রহমান কাদরী, যুবলীগ কেন্দ্রীয় সহ-সম্পাদক আফতাব খন্দকার রনি ও ড. আশিকুর রহমান ফরম জমা দিয়েছেন।

এরা সকলেই দলীয় মনোনয়ন পেতে জোড় চেষ্টা চালাচ্ছে। সর্বশেষ দল কাকে মনোনয়ন দিবেন এ নিয়ে বিভিন্ন মহলে নানা গুঞ্জন চলছে।

অপরদিকে, বিএনপির প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের দু’পুত্র ব্যারিস্টার খন্দার আব্দুল হামিদ ডাবলু ও আকবর হোসেন বাবলু, প্রয়াত মন্ত্রী হারুনার রশিদ খান মুন্নু কন্যা মানিকগঞ্জ জেলা বিএনপি সভাপতি আফরোজা খান রিতা, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এসএ জিন্নাহ্ কবির, জেলা বিএনপি যুগ্ন সাধারণ সম্পাদক দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান তোজাম্মেল হক তোজা, ছাত্রদল সাবেক নেতা শফিকুল ইসলাম শফিক, খন্দকার আতিকা রহমান ও এডভোকেট আমিনুল ইসলাম ঢাকাস্থ দলীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র ফরম সংগ্রহ শেষে জমা দিয়েছেন বলে একাধিক সূত্র জানিয়েছে।

তবে, বিএনপি’সহ ঐক্য জোট নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিলেও মাঠ পর্যায়ের দলীয় নেতা-কর্মীদের তৎপরতা নেই বললেই চলে।

এছাড়া, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন এ আসনে আলহাজ খোরশেদ আলমকে ইতিপূর্বে প্রার্থী ঘোষণা করায় তারা নানা তৎপরতা চালিয়ে আসছেন।

বিডি২৪লাইভ/এইচকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: