ছবিটি আসলে কার?

প্রকাশিত: ১৮ নভেম্বর ২০১৮, ০৭:১৩ পিএম

ট্রল, অনুভুতিমূলক কমেন্ট কী নেই যেখানে ব্যবহৃত হয় না ছবিটি। বিভিন্নভাবে ছবিটি ব্যবহৃত হয় সোশ্যাল মিডিয়ায়। কিন্তু কজন জানেন আসল ছবিটি কার। অনেকে না জানলেও এই ছবিটির ভেতর লুকিয়ে আছেন খুবই পরিচিত একজন।

ছবিটি আসলে সাড়ে ৭ ফুট উচ্চতার ইয়াও মিংয়ের। যিনি একজন প্রাক্তন বাস্কেটবল খেলোয়াড়। তার বয়স বর্তমানে ৩৮। খেলা থেকে এখন অবসরে থাকলেও চীনা বাস্কেটবল অ্যাসোসিয়েশনে সভাপতি হিসেবে নিযুক্ত আছেন মিং।

&dquote;&dquote; জানা যায়, ২০০৯ সালে একটা বাস্কেটবল ম্যাচের পরে সাংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন মিং। ওই সময় এই মজার অভিব্যক্তিটি মিং-এর মুখে ফুটে ওঠে।

এরপর ২০১০ সালে ‘রেজ কমিক্স’ ক্যাম্পেনের মাধ্যমে ‘ডাম্ব বিচ’ নামে ইয়াও মিং-এর এই অভিব্যক্তির ছবি দিয়ে তৈরি মেমেটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। তার পর থেকেই হাস্যকর ‘সোশ্যাল পোস্ট’-এর প্রতীক হয়ে উঠেছে ইয়াও মিং-এর ছবিটি।

বিডি২৪লাইভ/এইচকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: