‘ভারত কী আমাদের জিতিয়ে দিতে পারবে?’

প্রকাশিত: ২০ নভেম্বর ২০১৮, ০৩:২৮ পিএম

‘ভারত কী আমাদেরকে নির্বাচনে জিতিয়ে দিতে পারবে? আমাদেরকে যদি দেশের জনগণ ভোট না দেয়? জনগণ ভোট দিলেই মাত্র আমরা বিজয়ী হতে পারবো।’

মঙ্গলবার (২০ নভেম্বর) সচিবালয়ে ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধণ শ্রিংলার সঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দীর্ঘ সময় বৈঠক হয়। বৈঠক শেষে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

দেশের সার্বিক পরিস্থিতি স্থিতিশীলতা বজায় রাখতে ভারত কী আওয়ামী লীগেকে চায়? সাংবাদিকদের করা এমন প্রশ্নের জবাবে বলেন, ‘স্থিতিশীলতার জন্য আওয়ামী লীগ আবারও দরকার এই কথা ইন্ডিয়া কেন বলবে? আর ইন্ডিয়া কী পারবে আমাদের জেতাতে? আমরা সেটা কী আশা করবো?

কাদের বলেন, ‘এটাতো আমাদের দেশ। ইন্ডিয়ায় বিজিপি গভমেন্টকে যদি সে দেশের জনগণ ভোট না দেয় তাহলে প্রতিবেশী কোন দেশে গিয়ে কী তাদের জেতাতে পারবে? এটাতে ইমপসিবল। আর এ ধরনের চিন্তা আমরা কেন করবো? আমাদের দেশের ইলেকশনে বাইরের কোন দেশের ইন্টাফেয়ার করা বা কোন পক্ষকে সমর্থন করবে এটা কিভাবে হয়?’

তিনি আরও বলেন, ‘পিপল যদি আমাদেরকে ভোট না দেয় ইন্ডিয়া আমাদেরকে চায় এই ধারণার উপর আমরা কী বসে থাকবো? আমাদের জনগণই আমাদেরকে নির্বাচিত করতে পারে। অন্য কোন দেশ বা ইন্ডিয়ার মতো একটি গণতান্ত্রিক দেশ আমাদের এখানে কোন হস্তক্ষেপ করেছে বলে আমার জানা নেই।’

বিডি২৪লাইভ/এসএইচআর/টিএএফ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: