প্রাথমিকভাবে জাপার মনোনয়নে নির্বাচিত হিরো আলম

প্রকাশিত: ২০ নভেম্বর ২০১৮, ০৩:৪৬ পিএম

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশে নির্বাচনী আমেজ শুরু হয়েছে। মনোনয়ন শেষে বাছাই প্রক্রিয়া শুরু করেছে বিএনপি, আওয়ামী লীগ ও জাতীয় পার্টিসহ অন্য দল গুলো। আসন্ন এই নির্বাচনে জাতীয় পার্টির ৩০০ আসনের জন্য মোট ২৮৬৫টি আবেদন জমা পড়েছে।

আর এদের মধ্যে যোগ্যতা ও জনপ্রিয়তার ওপর ভিত্তি করে ৭৮০ জনকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন আলোচিত হিরো আলম। ৭৮০ জনের মধ্যে থেকে ৩০০ জনকে চূড়ান্ত মনোনয়ন দেয়া হবে।

বিষয়টি নিয়ে দলটির মহাসচিব রুহুল আমিন হাওলাদার জানিয়েছেন, শিগগিরই মহাজোটের সাথে আসন বন্টন নিয়ে সমঝোতা হবে জাতীয় পার্টির।

উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পাটির ‘লাঙ্গল’ মার্কায় নির্বাচন করার জন্য মনোনয়ন পত্র কিনেছেন হিরো আলম।  

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে দলীয় মনোনয়ন চেয়ে কেন্দ্রীয় কমিটিতে আবেদনপত্র জমা দেন তিনি।

বিডি২৪লাইভ/এএইচ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: