শিক্ষার্থীদের বহিস্কারের দাবিতে শিক্ষকের পদত্যাগ

প্রকাশিত: ২২ নভেম্বর ২০১৮, ০৯:৩৯ পিএম

মযমনসিংহের ত্রিশালে জাতীয় কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের প্রভাষক সাদমান তাহরীফ প্রত্যয়ের স্থায়ী বহিষ্কারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের বহিস্কারের দাবিতে ওই প্রভাষক পদত্যাগ করেছে।

প্রভাষক সাদমান তাহরীফ প্রত্যয় এ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষার্থী ছিলেন এবং বর্তমানে এ বিভাগের অস্থায়ী শিক্ষক হিসেবে শিক্ষকতা করছেন।

এদিকে শিক্ষক-শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বিভিন্ন অভিযোগ দেয়ায় সংগীত বিভাগের প্রভাষক সাদমান তাহরীফ প্রত্যয় স্বেচ্ছায় পদত্যাগ করেছেন বলে তিনি জানিয়েছেন।

বৃহস্পতিবার (২২ নভেম্বর) সকালে উপাচার্যের সাথে দেখা করে অভিযুক্ত শিক্ষককে দ্রুত সময়ের মধ্যে স্থায়ীভাবে বহিষ্কার করার দাবি জানান সংগীত বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

সংগীত বিভাগের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা অভিযুক্ত শিক্ষক সাদমান তাহরীফ প্রত্যয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অশ্লীল, অসম্মানজনক ছবিসহ বিভিন্ন মন্তব্য করায় শিক্ষক ও শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে মঙ্গলবার রেজিস্ট্রার বরাবর লিখিত অভিযোগ দেন এবং স্থায়ী বহিষ্কারের দাবিতে ক্যাম্পাসে মৌন মিছিল করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের এ অভিযোগে পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিযুক্ত শিক্ষককে সে সময়ে চলমান সকল সেশনে ক্লাস থেকে অব্যাহতি দেয়। 

এ বিষয়ে প্রভাষক সাদমান তাহরীফ প্রত্যয় জানান, এ বিষয়ে আমি কিছু বলতে চাই না। তবে আমি নিজ থেকে পদত্যাগ করেছি। পদত্যাগপত্রটি কুরিয়ারে পাঠিয়ে দিয়েছি।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মো. হুমায়ুন কবীর জানান, সংগীত বিভাগের প্রভাষক সাদমান তাহরীফ প্রত্যয়ের নামে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ পেয়েছি। শিগগির অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিডি২৪লাইভ/এজে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: