প্রবাসে বাংলাদেশিকে গুলি করে হত্যা

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০১৮, ০১:২৪ পিএম

দক্ষিণ আফ্রিকায় চাঁদা না দেয়ায় আবদুর রহিম (৩০) নামের এক বাংলাদেশি ব্যবসায়ীকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত রহিমের বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলায়। সে ওই উপজেলার বীজবাগ গ্রামের মুন্সী বাড়ীর আলী মুন্সীর ছেলে।

বৃহস্পতিবার (২২ নভেম্বর) রাতে দেশটির প্রিটোরিয়ার সোহানবাগ শহর এলাকায় এ ঘটনা ঘটে।

শুক্রবার (২৩ নভেম্বর) গণমাধ্যমকে হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের আত্মীয় আশরাফুজ্জামান।

তিনি বলেন, বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ার সোহানবাগ শহর এলাকার নিজ ব্যবসা-প্রতিষ্ঠান বন্ধ করে বাসায় ফেরার পথে এ ঘটনা ঘটে। এ খবরে নিহত রহিমের পরিবারে চলছে শোকের মাতম।

উল্লেখ্য, এর আগেও দক্ষিণ আফ্রিকায় চাঁদা না দেয়ার জেরে নোয়াখালীর সেনবাগসহ বেশ কিছু বাংলাদেশি প্রবাসীকে দেশিটির সন্ত্রাসীরা কুপিয়ে ও গুলি করে হত্যার অভিযোগ রয়েছে।

বিডি২৪লাইভ/এএইচ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: