ফরিদগঞ্জ হানাদার মুক্ত দিবস পালিত

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০১৮, ০৩:৪৮ পিএম

চাঁদপুরের ফরিদগঞ্জ হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মুক্ত দিবস উদযাপন পরিষদের উদ্যোগে রোববার (২৫ নভেম্বর) সকালে ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারস্থ একাত্তরের শহীদ স্মৃতি স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করা হয়। 

পরে একটি বর্ণাঢ্য র‌্যালী উপজেলা সদরেরর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। ফরিদগঞ্জ পৌরসভা মাঠে দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া এমপি। মুক্ত দিবস উদযাপন পরিষদের সভাপতি আবুল খায়ের পাটওয়ারীর সভাপতিত্বে ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শহিদ উল্যা তপাদারের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডারর ডেপুটি কমান্ডার হাফিজ আহম্মেদ  খান, সহকারি কমান্ডার মহসীন পাঠান, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু সাহেদ সরকার, ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান রানা, মহিলা ভাইসচেয়ারম্যান রিনা নাসরিন। 

বিডি২৪লাইভ/এজে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: