মাহমুদুল্লাহর সেঞ্চুরিতে ঢাকা টেস্টে রানের পাহাড়

প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০১৮, ০২:৩০ পিএম

দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উইন্ডিজের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। চলছে দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনের খেলা।

টেস্ট ক্যারিয়ারে আরও একটি সেঞ্চুরির মালিক হলেন মাহমুদউল্লাহ রিয়াদ। এটি তার ক্যারিয়ারের তৃতীয় শতক। এ মুহুর্তে মাঠে তাকে সঙ্গ দিচ্ছেন তাইজুল ইসলাম।
প্রথম দিনের ৫ উইকেটে ২৫৯ রান নিয়ে খেলতে নামে বাংলাদেশ। সাকিব ৫৫ ও মাহমুদউল্লাহ ৩১ রান নিয়ে খেলা শুরু করেন।

সকালে দ্রুত ফিরেছিলেন সাকিব। তবে তার বিদায়ের প্রভাব বিন্দুমাত্র টের পেতে দেননি লিটন দাস। স্বাচ্ছন্দে খেলেন তিনি। সোজা ব্যাট চালান। তবে প্রথমবারের মতো পরাস্ত হতেই সাজঘরে ফেরেন দারুণ খেলতে থাকা এ উইকেটকিপার-ব্যাটসম্যান। ক্রেইগ ব্র্যাথওয়েটের বলে রিভার্স সুইপ খেলতে গিয়ে ফেরেন তিনি।

ফেরার আগে রানের ফোয়ারা ছুটিয়ে টেস্ট ক্যারিয়ারে চতুর্থ ফিফটি তুলে নেন লিটন। শেষ পর্যন্ত ওয়ানডে স্টাইলে দৃষ্টিনন্দন সব শট খেলে ৫৪ রানে ফেরেন তিনি।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৪১ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ৪৬৮ রান। মাহমুদউল্লাহ রিয়াদ ১০৮ (২০৬ বল) ও তাইজুল ইসলাম ২৬ (৪৫ বল) রানে ব্যাট করছেন।

বিডি২৪লাইভ/এআইআর

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: