হঠাৎ বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সময়ের পরিবর্তন

প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০১৮, ০৬:২১ পিএম

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে রবিবার (৯ ডিসেম্বর) মুখোমুখি হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। তবে ম্যাচ শুরুর আগের দিন হঠাৎ করেই পরিবর্তন করা হল ম্যাচের সময়। শুধু প্রথম ওয়ানডেতেই নয় পরিবর্তন করা হয়েছে সবকটি ম্যাচের সময় সূচি।

ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে সিরিজের ম্যাচগুলো প্রথম বেলা দুইটায় শুরুর কথা থাকলেও, এগিয়ে আনা হয়েছে আরও এক ঘণ্টা।

মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম দুইটি ম্যাচই শুরু হবে বেলা এক টায়। পরে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচটি হবে আরও এক ঘণ্টা আগে, বেলা বারোটায়।

মূলত সন্ধ্যার পর শিশিরের কারণেই এই সময়সূচির পরিবর্তন। সিলেটে শিশিরের প্রভাব আরও বেশি থাকবে বলে মধ্য দুপুরেই শুরু করা হবে ম্যাচটি।

শীতকালে সন্ধ্যার পর যে শিশিরের প্রভাব পড়বে সে ব্যাপারে সজাগ দৃষ্টি রয়েছে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন শিশিরের উপর নির্ভর করে ভিন্ন ভিন্ন পরিকল্পনাও রাখতে হবে ম্যাচের জন্য।

বিডি২৪লাইভ/আরআই

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: