জ্বলে উঠলেন মাশরাফি, কাঁপছে ওয়েস্ট ইন্ডিজ  

প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০১৮, ০৩:২৬ পিএম

সরফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অনন্য মাইলফলক ছুঁয়েছেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ২০০ ওয়ানডে ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন তিনি। স্মরণীয় ম্যাচে জ্বলে উঠেছেন নড়াইল এক্সপ্রেস। তার বল খেলতেই পারছেন না উইন্ডিজ ব্যাটসম্যানরা। এখন পর্যন্ত এই রিপোর্ট লেখা পর্যন্ত টাইগার অধিনায়ক ৭ ওভার বল করে ১৪ রান দিয়ে ২ উইকেট তুলে নিয়েছেন।

শুরুতেই উইন্ডিজ শিবিরে আঘাত হানেন সাকিব। এরপর উইকেট পড়ছিল না। খানিক ব্যবধানে ড্যারেন ব্রাভো ও শাই হোপকে ফিরিয়ে সফরকারীদের প্রতিরোধ ভাঙলেন মাশরাফি। প্রথমে তামিমের অনন্যা সাধারণ ক্যাচে ব্রাভোকে ফিরিয়েছিলেন তিনি। পরে একপ্রান্ত আগলে থাকা হোপকেও ফেরান ম্যাশ। মেহেদী হাসান মিরাজের ক্যাচে পরিণত করে তাকে সাজঘরের পথ ধরান তিনি।

দ্বিতীয় স্পেলের প্রথম বলে সাফল্য পেলেন মেহেদী হাসান মিরাজ। প্রথম স্পেলে ৭ ওভারে ১৭ রান দিয়ে ছিলেন উইকেট শূণ্য। শিমরন হেটমায়ারকে বোল্ড করেন ডানহাতি স্পিনার। দুই ম্যাচের টেস্ট সিরিজের চার ইনিংসে হেটমায়ারের উইকেট নিয়েছিলেন মিরাজ। এবার প্রথম ওয়ানডেতে বাঁহাতি ব্যাটসম্যানকে ফেরালেন মিরাজ। ‘পাঁচে পাঁচ’ মিরাজ। ১৩ বলে ৬ রান করেন হেটমায়ার। তার আউটের সময় ওয়েস্ট ইন্ডিজের রান ৪ উইকেটে ৯৩।

এরপর সেই মাশরাফি তিনি রোভম্যান পাওয়েল ফিরিয়ে নিজের ৩ উইকেট শিকার করলেন।

শেষ খবর পর্যন্ত ৩৬ ওভার শেষে ৫ উইকেটে ১১৯ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। অভিজ্ঞ মারলন স্যামুয়েলস ২২ রান নিয়ে ব্যাট করছেন। অপরপ্রান্তে রোস্টন চেজ ১ রান নিয়ে ব্যাট করছেন।

২ ম্যাচ টেস্ট সিরিজে বাংলাদেশের বিপক্ষে ধবলধোলাই হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ৩ ম্যাচ ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়াতে মরিয়া সফরকারীরা। সেই টার্গেটে প্রথম ওয়ানডেতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন উইন্ডিজ অধিনায়ক রোভম্যান পাওয়েল।

তবে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি ক্যারিবীয়দের। মন্থর শুরুর পর দলীয় ২৯ রানে ফেরেন কাইরন পাওয়েল। তাকে রুবেল হোসেনের ক্যাচ বানিয়ে তাদের উদ্বোধনী জুটি ভাঙেন সাকিব আল হাসান। দ্বিতীয় উইকেটে ড্যারেন ব্রাভোকে নিয়ে প্রাথমিক ধাক্কা কাটিয়ে ওঠেন শাই হোপ। দুজনের যুগলবন্দিতে এগিয়ে যেতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু হঠাৎ-ই ছন্দপতন। খেই হারান ব্রাভো। তাকে ফেরান মাশরাফি বিন মুর্তজা। আর শিমরন হেটমায়ারকে বোল্ড করেন ডানহাতি স্পিনার মেহেদী হাসান মিরাজ।

হারান ব্রাভোর আউটে ম্যাশে তার যতটা কৃতিত্ব, তার চেয়ে বেশি অবদান ফিল্ডার তামিম ইকবালের। ম্যাশের অফস্টাম্পের বাইরে করা স্লো ডেলিভেরি উড়িয়ে মারেন ব্রাভো। বল উড়ে চলে যাচ্ছিল লং অফ দিয়ে। সুপারম্যানের মতো উড়ে এসে অনন্য দক্ষতায় সেই ক্যাচ তালুবন্দি করেন তামিম ইকবাল।

এদিকে টেস্টে ভরাডুবির পর ওয়ানডে সিরিজ জিততে মরিয়া ওয়েস্ট ইন্ডিজ। এ লক্ষ্যে তারা একাদশে ফিরিয়েছেন দুই বছর পর ওয়ানডে দলে ডাক পাওয়া ড্যারেন ব্রাভোকে। জায়গা পেয়েছেন রোস্টন চেজও।

সংক্ষিপ্ত স্কোর: ওয়েস্ট ইন্ডিজ ১১৯/৫ (৩৬.১ ওভার)
ব্যাটিং: স্যামুয়েলস ২২ ও রোস্টন চেজ ১ ।

বাংলাদেশ ওয়ানডে দল: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মাহমুদুল্লা রিয়াদ, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ।

ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দল: রোভম্যান পাওয়েল (অধিনায়ক), মারলন স্যামুয়েলস, রোস্টন চেজ, দেবেন্দ্র বিশু, শিমরন হেটমায়ার, ড্যারেন ব্রাভো, শাই হোপ, কেমো পল, কাইরন পাওয়েল, কেমার রোচ, ওশানে টমাস।

বিডি২৪লাইভ/টিএএফ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: