প্রার্থীতা ফিরে পেলেন হিরো আলম

প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০১৮, ০৩:৪৫ পিএম

যেন লড়াই করেই প্রার্থিতা ফিরিয়ে এনেছেন হিরো আলম। তাকে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের জন্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

হিরো আলমের রিটের বিপরীতে আজ সোমবার হাইকোর্ট এ নির্দেশনা দেন।

এর আগে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য বগুড়া থেকে দাখিল করা মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন হিরো আলম। 

রোববার (৯ ডিসেম্বর) দুপুরে তিনি এ রিট করেন।

উল্লেখ্য, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন হিরো আলম। যাচাই-বাছাইয়ের দিনে হিরো আলমের মনোনয়ন বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ।

কারণ হিসেবে তখন রিটার্নিং কর্মকর্তা বলেছিলেন, কেউ স্বতন্ত্র প্রার্থী হয়ে মনোনয়ন নিলে তাকে তার নির্বাচনী এলাকার মোট ভোটারের এক শতাংশের স্বাক্ষর লাগে। আশরাফুল ইসলাম আলম ভোটারদের স্বাক্ষর সংবলিত যে তালিকা জমা দিয়েছেন, তা যাচাই করে স্বাক্ষরে গড়মিল পাওয়া যায়।

এর বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেছিলেন হিরো আলম। আপিলের শুনানি শেষে নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন।

বিডি২৪লাইভ/এসএস

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: