গোলাম মাওলা রনির ফেসবুক আইডি হ্যাকড

প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০১৮, ১২:২২ পিএম

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে পটুয়াখালী-৩ আসনে প্রতিযোগিতা করছেন গোলাম মাওলা রনি। 

মঙ্গলবার (১১ ডিসেম্বর) ভোররাতে ফেসবুক আইডি হ্যাক হয়েছে। তার নিজস্ব এই আ্ইডির বন্ধু সংখ্যা ৪৯৬৩ এবং ফলোয়ার সংখ্যা ১ লাখ ৭৩ হাজার ৩০৪ জন। এ বিষয়ে মঙ্গলবার সকালে রাজধানীর নিউ মার্কেট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সাবেক এই সংসদ সদস্য। যার নম্বর ৫১৮।

&dquote;&dquote;

জিডিতে তিনি উল্লেখ করেন, 'আজ (মঙ্গলবার) ভোর রাত থেকে আমার আইডিটি হ্যাকড হয়েছে। গতকালের পর এখানে আমি কোনো পোস্ট দেইনি। তাই পরবর্তী কোনো পোস্টের জন্য আমি দায়ী নই।'

এ বিষয়ে গণমাধ্যমকে গোলাম মাওলা রনি বলেন, 'আমার ফেসবুক আইডিটি হ্যাকড হয়েছে। এখন আইডিটিতে আমার নিয়ন্ত্রণ নেই। ফলে আমার আইডি থেকে অপ্রীতিকর ম্যাসেজ কিংবা স্ট্যাটাস বা পোস্ট যায় তাহলে আমি দায়ী থাকবো না। এর জন্য হ্যাকারই দায়ী থাকবে।'

বিডি২৪লাইভ/এসবি/এসএস

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: