নিজ বাসায় সংবাদ সম্মেলন, যা বললেন মির্জা আব্বাস

প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০১৮, ০২:১৩ পিএম

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের ২০ দর্লীয় জোটের প্রার্থী  মির্জা আব্বাস নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে এক সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, সোমবার (১০ ডিসেম্বর) থেকে আমার বাসার সামনে পুলিশ কখনও সাদা পোশাকে আবার কখনও ইউনিফরমে অবস্থান করছে। বাসায় আমার আত্মীয়-স্বজন থেকে শুরু করে কোনও নেতাকর্মী আসতে পারছে না। গতকাল থেকে এখন পর্যন্ত ২০-২৫ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এ অবস্থায় আমি আতঙ্কিত ও মানসিকভাবে বিপর্যস্ত। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।’

মঙ্গলবার (১১ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় শাহজাহানপুরে অবস্থিত নিজ বাসায় এক সংবাদ সম্মলেন তিনি এ অভিযোগ করেন।

মির্জা আব্বাস বলেন,‘সরকার ও নির্বাচন কমিশন বলেছিল তফসিলের পর কোনও মামলা ও গ্রেফতার হবে না। কিন্তু এরপর থেকেই ১৫০টি গায়েবি মামলা করা হয়েছে। আসামি সাড়ে তিন হাজার। গ্রেফতার হয়েছে ২০০ জন কর্মী। বর্তমানে আমার তিন হাজার কর্মী জেলে।’

নির্বাচন কমিশনের প্রতি অভিযোগ করে মির্জা আব্বাস বলেন,‘নির্বাচন কমিশন একতরফা দৃষ্টি নিয়ে আছেন। আমরা কিছু করলে আচরণবিধি ভঙ্গ আর আওয়ামী লীগ করলে কিছু হয় না। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করুন।’

তিনি অভিযোগ করে বলেন, ‘বিএনপিকে আওয়ামী লীগ নির্বাচন থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে।আমার নির্বাচনি প্রতিদ্বন্দ্বী উন্মুক্তভাবে নির্বাচনি প্রচারণা করছেন। অথচ আমাকে বাধাগ্রস্ত করা হচ্ছে। এ অবস্থায় আমি ও আমার স্ত্রী দুজনই নিরাপত্তাহীনতায় আছি।’

তিনি আরও বলেন,‘আমার নির্বাচনি প্রচারণা গতকাল থেকে শুরু হয়েছে। আজ বিএনপির মিটিং থাকায় সীমিত আকারে করবো। কাল থেকে জোরালোভাবে শুরু করবো।’

এসময় মির্জা আব্বাসের সঙ্গে তার স্ত্রী ও ঢাকা ৯ আসনের বিএনপি প্রার্থী আফরোজা আব্বাস উপস্থিত ছিলেন। পরে মির্জা আব্বাস ও তার স্ত্রী ভোটারদের মধ্যে কিছুক্ষণ গণসংযোগ করেন।

বিডি২৪লাইভ/এসএ/এসএস

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: