খাশোগি হত্যার তদন্ত নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা চলছে: তুরস্ক

প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০১৮, ১২:৩৬ এএম

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু বলেছেন, সৌদি আরবের ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগির বর্বর হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে জাতিসংঘের সঙ্গে তার দেশের আলোচনা চলছে। এ খবর দিয়েছে পার্সটুডে।

আজ (মঙ্গলবার) তুরস্কের রাজধানী আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। তিনি বলেন, খাশোগি হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে আন্তর্জাতিক অঙ্গন থেকে দাবি আসা শুরু হয়েছে। চাভুসওগ্লু বলেন, “এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত সৌদি আরব তাদের বিচারের আওতায় আনার জন্য আমাদেরকে সহযোগিতা করবে এটাই শুধু প্রত্যাশা; আর কিছু নয়।”

গত সপ্তাহে জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিশলে ব্যাচলে বলেছেন, সাংবাদিক জামাল খাশোগির হত্যার জন্য কে দায়ী তা জানার জন্য আন্তর্জাতিক তদন্ত প্রয়োজন।

এর আগে, গত মাসে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী সতর্ক করে বলেছিলেন, যদি রিয়াদের সঙ্গে অচলাবস্থা দেখা দেয় তাহলে খাশোগি হত্যাকাণ্ড নিয়ে আংকারা আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের তদন্ত চাইতে পারে।

বিডি২৪লাইভ/এমআর

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: