ধানের শীষের জোয়ার বন্ধ করা যাবে না

প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০১৮, ১২:১৮ পিএম

ধানের শীষের যে জোয়ার উঠেছে। তা শত হামলা করেও তা বন্ধ করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যরিস্টার মওদুদ আহমদ।

বুধবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় নয়া পল্টনে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, আমার আসনসহ সারা দেশে সুষ্ঠু নির্বাচনের পরিস্তিতি নেই। আমরা ভোটারদের কাছে যাবো তা যেতে দিচ্ছে না

মওদুদ বলেন, সরকার বুঝে গেছে তাদের কোন ভোট নেই, তাদের সাথে জনগন নেই। তাই তারা এই হামলা মামলার পথ বেছে নিয়েছে। এছাড়া তাদের আর কোন উপায় নেই।

তিনি বলেন, নির্বাচনের সময় সব কিছু কমিশনের নিয়ন্ত্রনে থাকার কথা। কিন্তু এখন দেখি সবকিছু সরকারের অধীনে।

তিনি আরও বলেন, আমাদের কোন দাবিই মানা হয়নি। উল্টো এখন হামলা মামলা ও নির্যাতন বেড়েছে। যতই নির্যাতন করা হোক না কেন বিএনপি শেষ পর্যন্ত নির্বাচনে থাকবো।

বিএনপির এ নেতা বলেন, আমার নির্বাচনী এলাকায় কোন সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই। লেভেল প্লেয়িং ফিল্ড দুরের কথা এখন সর্বত্র বিরাজ করছে আন-লেভেল ফিল্ড। সারাদেশে একই অবস্থা।

সরকারি দলের সবকিছু আছে কিন্তু তাদের মাঠে ময়দানে কোন ভোট নেই। তারা নির্বাচনের দিন পর্যন্ত এই নৈরাজ্যজনক আচরণ অব্যাহত রাখবে। কোন সুষ্ঠু অবাধ নির্বাচন আদৌ হবে কিনা দেশের সকল শ্রেণীর মানুষের মধ্যে এই প্রশ্নটি এখন দেখা দিয়েছে।৷

বিডি২৪লাইভ/এএফ/এসএস

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: