গৃহবধুকে জবাই করে হত্যা

প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০১৮, ১১:৪৯ পিএম

গোপালগঞ্জের কাশিয়ানীতে জান্নাতুল ফেরদৌস (২২) নামে এক গৃহবধূকে জবাই করে হত্যা করা হয়েছে।

বুধবার (১২ ডিসেম্বর) গভীর রাতে কাশিয়ানী উপজেলার সীতারামপুর গ্রামের বসত ঘর থেকে পুলিশ ওই গৃহবধূর লাশ উদ্ধার করে।

বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) সকালে ময়না তদন্তের জন্য লাশটি গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

এ ঘটনার পর থেকে ওই গৃহবধূর স্বামী মহাসীন সিকদার পলাতক রয়েছে।

কাশিয়ানী উপজেলার রামদিয়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক খন্দকার আমিনুর রহমান জানান, নিহত জান্নাতুল ফেরদৌস সীতারামপুর গ্রামের মহসীন সিকদারের স্ত্রী ও মাগুরা জেলা সদরের ফারুক শরীফের মেয়ে। তিনি ঢাকার একটি গার্মেন্টেসে চাকরি করতেন। ৫ বছর আগে তার বিয়ে হয়। এ দম্পত্তির তিন বছরের একটি মেয়ে রয়েছে।

গত মঙ্গলবার ছুটিতে ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসেন জান্নাতুল ফেরদৌস। পারিবারিক কলহের জের ধরে বুধবার রাতে তাকে গলা কেটে হত্যার পর স্বামী মহাসীন পালিয়েছে বলেও ধারণা করছে পুলিশ।

বিডি২৪লাইভ/এআইআর

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: