‘৩০ ডিসেম্বর পর্যন্ত আমরা মাঠে থাকব’

প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০১৮, ১২:১৬ এএম

১০ বছর জালিম সরকার বিএনপির কোনো নেতাকর্মীকে বাড়িতে ঘুমাতে দেননি, ৩০ ডিসেম্বর পর্যন্ত আমরা কেউ ঘরে থাকব না, মাঠে থাকব। ভোট কক্ষের এজেন্টরা জীবন দিবে, তবু ভোট চুরি হতে দেবে না বলে মন্তব্য করেছেন, জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচনী পথসভার প্রধান অতিথি আ.স.ম আব্দুর রব।

তিনি বলেন, খালেদা জিয়ার মুক্তিকে ত্বরান্বিত করার লক্ষে শান্তির প্রতীক ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে এবং অত্যাচারী, জালিমকে বিদায় করতে হবে।

শনিবার (১৫ ডিসেম্বর) রাতে ময়মনসিংহ শহরের রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে জাতীয় ঐক্যফ্রন্ট ময়মনসিংহ শাখার সমন্বয়ক ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং অধ্যাপক শেখ আমজাদ আলীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী, ডা. জাফর উল্লাহ চৌধুরী, মাহমুদুর রহমান মান্না, বেগম সেলিমা রহমান, অধ্যাপক ডা. এ.জেড.এম জাহিদ হোসেন, ময়মনসিংহ-৪ আসনের ঐক্যফ্রন্ট প্রার্থী আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ও ময়মনসিংহ-৮ আসনের প্রার্থী অ্যাডভোকেট এএইচএম খালেকুজ্জামান, অ্যাডভোকেট নজরুল ইসলাম, সাবেক এমপি নূরজাহান ইয়াসমিন বুলবুল, অধ্যক্ষ আব্দুর রশিদ, মাও. আব্দুর রেজ্জাক, শামীম আজাদ, রোকনুজ্জামান রোকন, শহীদুল আলম খসরু, আবু সাইদ, অ্যাডভোকেট আজিজুল হক প্রমুখ।

ডা. জাহিদ হোসেন বলেছেন, বিগত ১২ বছর বিএনপির নেতাকর্মীরা বাড়িতে ঘুমাতে পারেনি। জুলুম-নির্যাতনে বিএনপিসহ দেশের মানুষ আজ দিশেহারা হয়ে পড়েছে। সকল ভেদাভেদ ভুলে ৩০ ডিসেম্বর ঐক্যফ্রন্টের প্রার্থীকে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করুন। তবেই বেগম খালেদা এবং দেশের অবরুদ্ধ গণতন্ত্র মুক্তি পাবে।

মাহমুদুর রহমান মান্না বলেন, ভয়-ভীতি, মামলা-হামলা, ভোট চুরি করে আওয়ামী লীগ জিতে পারবে না। গ্রেপ্তার এড়িয়ে ২৯ ডিসেম্বর পর্যন্ত মাটি কামড়ে পড়ে থাকুন। ৩০ ডিসেম্বর ব্যালটের মাধ্যমে উচিত শিক্ষা দেয়া হবে।

ময়মনসিংহ-৪ আসনের প্রার্থী আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ তার বক্তব্যে মা-জননী বেগম খালেদা জিয়ার মুক্তির লক্ষ্যে ধানের শীষে ভোট দেয়ার উদাত্ত আহবান জানিয়েছেন।

বিডি২৪লাইভ/এইচকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: