নিশ্চিত হলো জুয়েল আরেং-আফজাল'র ভোটের লড়াই

প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০১৮, ০৬:২৩ পিএম

অবশেষে নিশ্চিত হলো ময়মনসিংহ-১ (ধোবাউড়া-হালুয়াঘাট) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও বর্তমান সাংসদ মি.জুয়েল আরেং'র প্রতিপক্ষ হিসেবে ধানের শীষ প্রতিক নিয়ে মাঠে নামছেন সাবেক এমপি বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আফজাল এইচ খান।

মঙ্গলবার (১৮ডিসেম্বর) সকালে উচ্চ আদালতের আপিল বিভাগ আফজাল এইচ খানকে প্রতিক বরাদ্দ দেওয়ার নির্দেশ বহাল রাখায় সে ধানের শীষের চুড়ান্ত প্রার্থী হিসেবে মাঠে আসছেন।

এর আগে (৯ ডিসেম্বর) থেকে বিএনপির প্রার্থী নিয়ে চলছে নানান নাটক। সকালে একজন চুড়ান্ত হলে বিকালে তা বদল করে দেয় আদালত। এই অবস্থায় বিএনপি মাঠে নামার সুযোগ পায়নি।

অবশেষে উচ্চ আদালতের আপিল বিভাগের রায়ের পর আজই আফজাল এইচ খান মাঠে আসছেন বলে বিএনপি নেতারা জানান।

এদিকে আওয়ামীলীগের প্রচার প্রচারনা তুঙ্গে। বাবার আদর্শে জনগনের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে মাঠে আছেন আওয়ামী লীগের প্রার্থী মি.জুয়েল আরেং। বিভিন্ন কর্মী সভা, পথসভায় যোগদান করে ভোটারদের মন জয় করছেন। তুলে ধরছেন সরকারের উন্নয়ন কর্মকান্ড।

দেরিতে হলেও ময়মনসিংহ-১ আসনে নির্বাচন জমে উঠবে এমনটা প্রত্যাশা করেন ভোটাররা। ১৯৯৬ সালের পর এই আসনে বিএনপি জয়লাভ করতে পারেনি।

দীর্ঘ ১০ বছর পর নির্বাচনে বিএনপি আসায় নেতাদের মনেও রয়েছে বাড়তি আগ্রহ। তাদের দাবি সুষ্ট নির্বাচন হলে বিএনপি’র কোন্দল মিটিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করলে জয় নিশ্চিত।

তবে আওয়ামী লীগ নেতারা জানান সরকারের উন্নয়ন কর্মকান্ড দেখেই ভোটাররা নৌকার বিজয় নিশ্চিত করবে।

বিডি২৪লাইভ/এজে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: