আইপিএলে দল পাননি মুশফিক

প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০১৮, ০৮:১০ পিএম

আইপিএলের আট ফ্র্যাঞ্চাইজিতে ২০জন বিদেশি খেলোয়াড়ের জায়গা ফাঁকা ছিল। জয়পুরে মঙ্গলবারের (১৮ ডিসেম্বর) নিলামে মুশফিকুর রহিমকে নেয়নি কোনো দলই। নাম ঘোষণার পর কোনো দল বাংলাদেশের এই উইকেটরক্ষক ব্যাটসম্যানকে কিনতে আগ্রহী হয়নি। অপরদিকে নিলামে ওঠেনি রিয়াদের নাম।

আইপিএলের আট ফ্রাঞ্চাইজির কেউই মুশফিক-মাহমুদউল্লাহকে দলে নিতে আগ্রহ দেখায়নি। তাই শেষ পর্যন্ত তাই অবিক্রিত রয়ে গেলেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ।

ইংলিশ ওপেনার স্যাম কারেনকে কিংস ইলেভেন ৭.২ কোটি রুপিতে কেনার পর লুক রনকির নাম উঠেছিল নিলামে। তাঁকে কিনতে কোনো দল আগ্রহ দেখায়নি। এরপরই ঘোষণা হয় মুশফিকের নাম। ক্যামেরাগুলো এ সময় আটটি ফ্র্যাঞ্চাইজি দলের প্রতিনিধিদের ওপর ধরা ছিল। মুশফিককে কিনতে কারও মুখে তেমন কোনো অভিব্যক্তি ছিল না।

প্রাথমিক তালিকায় বাংলাদেশের ১০ ক্রিকেটারের নাম ছিল। সাকিব আল হাসানকে আগেই তার দল সানরাইজার্স হায়দ্রাবাদ রেখে দিয়েছিল। তবে বাংলাদেশ দলের নির্ভরযোগ্য দুই ক্রিকেটার মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদকে নিলামে ৫০ লাখ বেজ প্রাইজে রাখা হয়েছিল।

এবারের আইপিএলের নিলামে বিরাট কোহলির চেয়ে বাজারমূল্য বেশি লাসিথ মালিঙ্গা, কোরি আন্ডারসন, অঞ্জোলো ম্যাথিউস এবং ব্রান্ডন ম্যাককলামের। আইপিএলের নিলামে বেস প্রাইজ ২ কোটি। সেই তালিকায় নেই কোনো ভারতীয় ক্রিকেটার।

আইপিএলের গত আসরে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ১১.৫ কোটিতে বিক্রি হওয়া জয়দেব উনাদকাটও নেই বেস প্রাইজে। গত আসরে রাজস্থান রয়্যালসের হয়ে ১৫ ম্যাচে ১১ উইকেট শিকার করে এই ক্রিকেটারকের ছেড়ে দিয়েছে রাজস্থান। তার এবার বেস প্রাইজ ধার্য হয়েছে দের কোটি টাকা।

১ কোটি বেস প্রাইসে আছেন ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং, ঋদ্ধিমান সাহা, অক্ষর প্যাটেল ও মোহাম্মদ সামি।

ইশান্ত শর্মা ও নুয়ান ওঝাসহ ১৬ জন বিদেশি ক্রিকেটার আছেন ৭৫ লাখ বেস প্রাইজে। ৫০ লাখ বেস প্রাইজে রয়েছেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদসহ মোট ৬২ জন ক্রিকেটার রয়েছেন।

এর আগে ২০১৬ সালের আইপিএলের নিলামেও তালিকায় নাম ছিল মুশফিকের। সেবারও অবিক্রিত থেকে যান তিনি।

বিডি২৪লাইভ/এইচকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: