খাচ্ছিলেন ঝিনুক, পেলেন মুক্তা

প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০১৮, ১১:২৭ পিএম

ফরমাশ মতো এসে গেল ঝিনুকের ঝলসানো মাংস। যে–ই না ওতে কামড় বসিয়েছেন, অমনি দাঁতে আটকে গেল কিছু একটা। বের করে দেখেন চকচকে মুক্তা। অ্যান্টোস বলেন দুপুরের খাবার খেতে নিউইয়র্কের একটি রেস্তোরাঁয় গিয়েছিলেন তিনি। আর এরপরেই ঘটে এ ঘটনা। প্রথমে তিনি ভেবেছিলেন তার দাঁত খুলে পড়েছে কিন্তু পরে দেখেনে আসলে ওটা দাঁত নয় মুক্তা।

এ বিষয়ে নিউইয়র্কের ওই গ্র্যান্ড সেন্ট্রাল অয়স্ট্রার বার অ্যান্ড রেস্টুরেন্টের নির্বাহী পাচক স্যান্ডি ইংবার নিউইয়র্ক পোস্টকে বলেন, তিনি ২৮ বছর ধরে রেস্তোরাঁয় কাজ করছেন। এত বছরে দ্বিতীয়বারের মতো তিনি খাবারের মধ্যে মুক্তা খুঁজে পেলেন। এ ধরনের মুক্তা সহজে পাওয়া যায় না। মুক্তা খুবই বিরল।

অ্যান্তোস বলেন, তিনি খাবারের মধ্যে যে মুক্তাটি খুঁজে পেয়েছেন, তার দাম ১৪ দশমিক ৭৫ ডলার। মুক্তাটি পাওয়ার পরেই তিনি এটিকে পকেটে পুরে বাড়ি নিয়ে যান। তিনি রেস্তোরাঁর ব্যবস্থাপককে ডেকে জানতে চান, প্রায়ই এমনটি ঘটে কি না। তিনি জানান, এর আগে কখনো এমনটি ঘটেনি।

বিশেষজ্ঞদের মতে, এ ধরনের মুক্তার দাম ২ হাজার থেকে ৪ হাজার ডলার হতে পারে।

বিডি২৪লাইভ/এইচকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: