মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে ইবিতে কবিতা পাঠ

প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০১৮, ০৫:০০ এএম

মহান মুক্তিযুদ্ধের বিজয় ও শহীদদের স্মরণে কবিতা পাঠের আয়োজন করেছে ইসলামী বিশ্ববিদ্যিলয়ের একমাত্র আবৃত্তি বিষয়ক সংগঠন ‘আবৃত্তি আবৃত্তি’।

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) সকাল ১১টায় বিশ^বিদ্যালয়ের টিএসসিসির করিডরে এটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সংগঠনটির সদস্যরা মহান মুক্তিযুদ্ধে বিজয় ও শহীদদের স্মরণে ২৫ টিরও বেশি কবিতা পাঠ করেন। 

‘আবৃত্তি আবৃত্তি’ এর সভাপতি আইনুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন উপদেষ্টা পর্ষদের সদস্য ফাতেমা তুজ জামান বৃষ্টি, নাইমুল ইসলাম, সাবেক সহ- সভাপতি পরান্টু চাকমা এবং মাগুরা জেলার ‘কন্ঠবিথী’ এর সদস্য আব্দুস সেলিম ও জুয়েল আহমেদ।

এসময় ‘আবৃত্তি আবৃত্তি’ এর সাধারণ সম্পাদক আলমগীর অভ্র কানন, সাংগঠনিক সম্পাদক ওয়ারেসুন্নেসা মেমিসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বিডি২৪লাইভ/এজে
 

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: