আশরাফুলের ঝড়ো ফিফটি

প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০১৮, ০৩:১৬ পিএম

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) আগের রাউন্ডে সেঞ্চুরি হাঁকানোর পরে চলতি রাউন্ডের প্রথম ইনিংসেও দারুণ শুরু করেছিলেন মোহাম্মদ আশরাফুল। কিন্তু থেমে গিয়েছিলেন ৩৭ রানেই। দ্বিতীয় ইনিংসে সুযোগ পেয়ে প্রথম ইনিংসকেও ছাড়িয়ে গিয়েছেন ইস্ট জোনের হয়ে বিসিএল খেলা আশরাফুল।

প্রথম ইনিংসে ৪ চারের মারে ৯৬ বলে খেলেছিলেন ৩৭ রানের ইনিংস, দিয়েছিলেন ধৈর্য্যের পরীক্ষা। দ্বিতীয় রাউন্ডে নেই ধৈর্য্যের পরীক্ষা দেয়ার সময়, ম্যাচের ফলাফল নিশ্চিত ড্র। এমতাবস্থায় বগুড়ার শহীদ চান্দু ক্রিকেট স্টেডিয়ামে সাউথ জোনের বোলারদের নিয়ে রীতিমতো ছেলেখেলাই করলেন আশরাফুল।

প্রথম শ্রেণীর ক্যারিয়ারে নিজের ৩২তম ফিফটি করেছেন প্রায় ১৬৬ স্ট্রাইকরেটে। মেহেদি হাসান, আব্দুর রাজ্জাক, আলআমিন হোসেনদের মতো বোলারদের শায়েস্তা করে ৫ চার ও ১ ছক্কার মারে মাত্র ৩০ বলেই ফিফটি পূরণ করেন আশরাফুল। আউট হওয়ার আগে ৩৭ বলে খেলেন ৫৪ রানের ইনিংস।

আশরাফুলের ৫৪ ছাড়াও রনি তালুকদার মাত্র ৩৯ বলে করেছেন ৫৮ রান, মাত্র ১১ বলে ২ ছক্কার মারে ১৮ রান করেছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান জাকির হাসান। নিশ্চিত ড্র হতে যাওয়া ম্যাচে তাদের এই ঝড়ো ব্যাটিং কেবল খানিক উত্তেজনাই বাড়িয়েছে।

বিডি২৪লাইভ/আরআই

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: