মদ খেয়ে ভিক্ষা করছেন পুলিশ সদস্য!

প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০১৮, ০৮:৫৮ পিএম

দিনকয়েক ধরেই বিভিন্ন সড়ক, বাসস্ট্যান্ড, অলি-গলিতে পথচারীদের কাছে হাত পাতছেন আরামবাগ থানার কনস্টেবল শ্যামল সিংহ। তার শরীরে রয়েছে পুলিশের পোশাকও। কেউ কেউ বহুরূপী ভেবে তাঁকে টাকা দিচ্ছিলেন।

কিন্তু চাঁদার কথা বললেই রেগে যান এই পুলিশ সদস্য। বলেন, আমি কি চাঁদা আদায় করছি? ভিক্ষা চাইছি তো।

আবার দেখা যায় ভিক্ষা না পেলে চটেও যাচ্ছিলেন এই পুলিশ সদস্য। কিন্তু পুলিশের পোশাক গায়ে ভিক্ষা কেন?

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, পুলিশ সদস্যের মুখ খুলতেই আসে মদের গন্ধ।

তিনি বলেন, মদ খাই বলে আমার বেতন আটকে দেওয়া হয়েছে। তাই ভিক্ষা চাইছি।

তবে, শ্যামবাবুর বেতন আটকে যাওয়ার কথা জানা নেই বলে দাবি করেছেন আরামবাগের আইসি শান্তনু মিত্র।

তিনি বলেন, কনস্টেবলের বেতন আটকে দেওয়ার খবর আমার কাছে নেই। পুলিশের পোশাক পরে তিনি বদমায়েশি করছেন।

এসডিপিও (আরামবাগ) কৃশানু রায় জানান, পুলিশের পোশাক গায়ে কর্তব্যে অবহেলার জন্য ওই কনস্টেবলকে ক্লোজ করা হবে।

বিডি২৪লাইভ/এইচকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: