জিল্লুল হাকিম এমপিকে নেতাকর্মীদের ফুলের শুভেচ্ছা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুলভোটে জয়লাভ করেছেন রাজবাড়ী জেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি রাজবাড়ী-২আসনে টানা ৩ বার নির্বাচিত হয়েছেন তিনি এ বারের নির্বাচিত হওয়ায় ৪র্থ বারের মত নির্বাচিত হওয়ায় এলাকার বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি।
নির্বাচিত হওয়ার পর থেকেই বিভিন্ন প্রতিষ্ঠান,সংগঠন,ব্যাক্তি ফুলেল শুভেচ্ছা জানিয়ে চলছেন নেতা কর্মীরা। মঙ্গলবার (১লা জানুয়ারী) ঢাকাস্থ পাংশা-কালুখালী উপজেলা সমিতির নেতৃবৃন্দ জেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপির বাসভবনে গিয়ে ফুলের শুভেচ্ছা প্রদান করেন।
এ সময় ঢাকাস্থ পাংশা-কালুখালী উপজেলা সমিতির সাধারণ সম্পাদক মনজুর কাদের, কোষাধ্যক্ষ এনামুল হক মুরাদ, ক্রীড়া সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণ কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক নকীব খান, প্রচার সম্পাদক এনামুল হক, নির্বাহী সম্পাদক ফরিদ আহম্মেদ। এছাড়াও বিভিন্ন এলাকার নেতা কর্মীরা ফুলের শুভেচ্ছায় সিক্ত করেন।
এ সময় জিল্লুল হাকিম এমপি নেতা কর্মীদের শুভেচ্ছা গ্রহন করে বলেন দেশের মানুষ নৌকার পক্ষে গণ রায় দিয়েছে আমাদের এ বিজয় সকলেরই চেষ্ঠার ফসল সকল নেতাকর্মীদের ত্যাগের মাধ্যমে আমরা জয়লাভ করেছি এখন সকল ভেদাভেদ ভুলে দেশের জন্য কাজ করতে হবে উন্নয়ন করতে সকলেই নৌকায় ভোট দিয়েছে এটা আমাদের ভুলে গেলে চলবে না জিল্লুল হাকিম এমপি কোথায় কোন গ্যানজাম না করার জন্য নেতা কর্মীদের নির্দেশ প্রদান করেন।
বিডি২৪লাইভ/এজে
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: