কুমিল্লার সামনে ছোট লক্ষ্য

প্রকাশিত: ০৬ জানুয়ারি ২০১৯, ০১:৪৯ পিএম

বাংলাদেশ ক্রিকেট লিগের সবথেকে বড় প্ল্যাটফর্ম বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ঘরোয়া মাঠের এই ষষ্ঠ আসরের দ্বিতীয় দিনের ম্যাচে টস জিতে সিলেট সিক্সার্সকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন কুমিল্লার অধিনায়ক স্টিভেন স্মিথ। ফলে প্রথমে ব্যাটিংয়ে নামে সিলেট সিক্সার্স। তবে শুরুটা মোটেও ভালো ছিল না ডেভিড ওয়ার্নারের সিলেট সিক্সার্সের। কুমিল্লা ভিক্টোরিয়ানসদের জয়ের জন্য লাগবে ১২৮ রান।

রবিবার (৬ জানুয়ারি) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে নির্ধারিত ২০ ওভারে সিলেট গড়েছে ১২৭ রান। এক নিকোলাস পুরান ছাড়া কোনো ব্যাটসম্যানই দাঁড়াতে পারেননি কুমিল্লার বোলারদের সামনে।

তবে পুরান শেষ দিকে নেমে ২৬ বলে ৪১ রানের চমৎকার একটি ইনিংস খেলেন। এ ছাড়া অলক কাপালি (১৯) ও আফিফ হোসেন (১৯) কিছুটা চেষ্টা করেছেন ঠিক; কিন্তু দলের সংগ্রহ খুব একটা বড় করতে পারেননি।

এদিকে আন্তর্জাতিক ক্রিকেটে ছয় মাসের নিষেধাজ্ঞা রয়েছে সাব্বির রহমানের ওপর। নিষিদ্ধ সেই ক্রিকেটার নিয়েই একাদশ সাজিয়েছে সিলেট সিক্সার্স। কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে মাঠে নেমেছিলেন।

গেল সেপ্টেম্বরে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে নিষিদ্ধ হন সাব্বির। আসছে মার্চে নিষেধাজ্ঞা শেষ হবে তার। এর আগেই মূলধারার ক্রিকেটে নিজেকে ঝালিয়ে নেয়ার সুযোগ পাচ্ছেন তিনি।

তবে তারকার মেলা এবার ভিক্টোরিয়ানস এবং সিক্সার্সে। মাঝারিমানের পারফর্মার দিয়েই দল গড়েছে তারা। দ্বিতীয় ম্যাচে দু’দলের লড়াইটা কেমন হয় সেটাই দেখার।

কুমিল্লা ভিক্টোরিয়ানস: তামিম ইকবাল (আইকন), এভিন লুইস, এনামুল হক বিজয়, ইমরুল কায়েস, শোয়েব মালিক, স্টিভ স্মিথ (অধিনায়ক), শহিদ আফ্রিদি, মেহেদি হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, আবু হায়দার রনি, মোহাম্মদ শহিদ।

সিলেট সিক্সার্স: লিটন দাস (আইকন), ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), মোহাম্মদ ইরফান, নিকোলাস পুরান, সাব্বির রহমান, অলক কাপালি, আফিফ হোসেন ধ্রুব, তৌহিদ হৃদয়, সন্দীপ লামিচানে, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন।

বিডি২৪লাইভ/এসএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: