বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করলেন না মির্জা ফখরুল! (ভিডিও)

প্রকাশিত: ০৮ জানুয়ারি ২০১৯, ১১:০৩ পিএম

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশের জনগণ দেশ স্বাধীন করেছে, এমন বক্তব্য ঐক্যফ্রন্টের আজকের বিবৃতির প্রথম অংশে লেখা থাকলেও, পাঠ করার সময় বঙ্গবন্ধুর নাম এড়িয়ে যান বিএনপি মহাসচিব এবং ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পাশে উপস্থিত ছিলেন ড. কামাল হোসেন, বঙ্গবীর কাদের সিদ্দিকী, আ স ম আব্দুর রব, মাহমুদুর রহমান মান্নাসহ শীর্ষ নেতারা।

মঙ্গলবার (৮ জানুয়ারি) জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের বেইলী রোডের বাস ভবনে স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে এক সংবাদ সম্মেলন করে ঐক্যফ্রন্টের নেতারা।

সেখানে ঐক্যফ্রন্টের বিবৃতি পাঠ করার সময় প্রথম বাক্যের কিছু শব্দ পড়ার পর ইচ্ছাকৃত ভাবেই বঙ্গবন্ধুর নাম থাকায় তা বাদ দিয়ে পরের অংশ থেকে পড়া শুরু করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন...

বিডি২৪লাইভ/এইচকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: