ফের আমিরাতের ভিসা প্রসেসিং চালু

প্রকাশিত: ০৯ জানুয়ারি ২০১৯, ০৮:৩২ পিএম

সংযুক্ত আরব আমিরাত দ্বিতীয় বৃহত্তম শ্রম বাজার ও রেমিট্যান্স প্রেরণকারী দেশ। দেশটিতে বিগত ছয় বছর ধরে বাংলাদেশি শ্রমিকদের জন্য দেশ থেকে নতুন ভিসা চালু না থাকলেও এ বছরের সেপ্টেম্বর থেকে আভ্যন্তরীণ ভিসা পরির্বতন চালু হয়েছে। আমিরাত ঘোষিত সাধারণ ক্ষমাতেও যে সমস্ত অবৈধ প্রবাসীরা ছয় মাসের জব সিকার ভিসা পেয়েছেন তারাও নতুন ভিসা লাগাতে পারছেন।

বাংলাদেশের প্রায় আট লক্ষাধিক প্রবাসী শ্রমিকের মধ্যে অনেক প্রবাসী অবৈধ ছিল। আামিরাত ঘোষিত ১ আগস্ট ২০১৮ থেকে ১ ডিসেম্বর ২০১৮ পর্যন্ত সাধারণ ক্ষমায় অধিকাংশ অবৈধ প্রবাসীরা বৈধ হয়েছেন আর হচ্ছেন। যারা বিভিন্ন কম্পানিতে দীর্ঘদিন ধরে কম বেতনে ও সীমিত সুযোগ সুবিধায় কর্মরত আছেন তারা আভ্যন্তরীণ ভিসা পরিবর্তনের সুযোগ গ্রহণ করে জব পরিবর্তন করার সুযোগ পাচ্ছেন।

রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান সীমিত সময়ে ৬ মাসের জব সিকার ভিসাপ্রাপ্ত সব প্রবাসীদের যেকোনো কোম্পানিতে ইমপ্লীয় ভিসায় পরিবর্তন করে এ সুযোগ কাজে লাগানোর পরামর্শ দেন।

প্রায় ছয় বছর ধরে বাংলাদেশি শ্রম বাজার বন্ধের পর অবৈধ অভিবাসী বৈধ (জিরো টলারেন্স) করার লক্ষ্যে গেল বছরের ১ আগস্ট থেকে তৃতীয় মেয়াদে টানা ৫ মাস সাধারণ ক্ষমার (এমনেস্টি) সময় সীমা শেষ হয়েছে গত ৩১ ডিসেম্বর।

বিডি২৪লাইভ/এজে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: