কাজী হায়াৎ'র মৃত্যুর গুজব

প্রকাশিত: ১০ জানুয়ারি ২০১৯, ১২:০৬ এএম

খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার এবং অভিনেতা কাজী হায়াৎ এর মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।

মৃত্যুর খবরটি সম্পূর্ণ গুজব দাবি করে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির পক্ষ থেকে বলা হয়েছে, নিউইয়র্কের প্রেসবাইটেরিয়ান হাসপাতালে কিছুক্ষণের মধ্যে এনজিওগ্রাম করা হবে। এরপর ব্রেইনে অপারেশনের জন্য থিয়েটারে নেওয়া হবে।

এছাড়া কাজী হায়াৎ এর ছেলে কাজী মারুফ ফেসবুকে এক স্ট্যাটাসে লিখেছেন, ‘প্লিজ কোনো অপপ্রচার চালাবেন না। আমার বাবা ভালো আছেন।’

জানা গেছে, হৃদরোগ ও ডায়াবেটিসে আক্রান্ত কাজী হায়াতের ঘাড়ের একটি রক্তনালিতে ব্লক ধরা পড়েছে। উন্নত চিকিৎসার জন্য বর্তমানে কাজী হায়াৎ নিউ ইয়র্কের প্রেসবাইটেরিয়ান হাসপাতালে ভর্তি আছেন।

বিডি২৪লাইভ/আরআই

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: