৮৬টি মোটরসাইকেল আটক

প্রকাশিত: ১২ জানুয়ারি ২০১৯, ১০:০৩ পিএম

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে টাঙ্গাইল ট্রাফিক পুলিশ ও মির্জাপুর থানা পুলিশের যৌথ অভিযানে ৮৬টি মোটরসাইকেল আটক করা হয়েছে।

জানা যায়, প্রয়োজনীয় বৈধ কাগজপত্র সাথে না থাকার কারণে ৮৬টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (১২ ডিসেম্বর) ওই মহাসড়কের মির্জাপুর উপজেলার ৩টি প্রবেশদ্বারে চেকপোস্ট বসিয়ে গাড়ির প্রয়োজনীয় বৈধ কাগজপত্র ও অন্যান্য নিয়মশৃঙ্খলা ভঙ্গের কারণে এ মোটরসাইকেলগুলো আটক করা হয়।এ বিষয়টি মির্জাপুর ট্রাফিক ইন্সপেক্টর ইফতেখার নাছির নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে মির্জাপুর থানা অফিসার ইনচার্জ অফিসার একেএম মিজানুল হক বলেন, আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে।

তিনি আরও বলেন, কাগজপত্র বিহীন ও মোটরসাইকেল চালানোর নিয়ম ভঙ্গ করায় ৮৬টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বিডি২৪লাইভ/এমআর

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: