হঠাৎ সিলেট যাচ্ছেন ঐক্যফ্রন্ট নেতারা

প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০১৯, ০৬:৪৬ পিএম

আগামীকাল সোমবার সিলেটে যাচ্ছেন জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা।

সোমবার (১৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা সিলেট পৌঁছবেন। সিলেট মহানগর বিএনপির সভাপতি মোহাম্মাদ নাসিম হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।

সদ্য শেষ হওয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন নিহত ঐক্যফ্রন্টের এক কর্মীর পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে সিলেট যাচ্ছেন তারা।

ঐক্যফ্রন্টের দফতরের দায়িত্বপ্রাপ্ত নেতা জাহাঙ্গীর আলম মিন্টু সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, সোমবার সকাল ১০টায় ফ্রন্ট নেতারা জেলার বালাগঞ্জের উদ্দেশে রওয়ানা হবেন।

জাহাঙ্গীর আলম মিন্টু জানান, গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন সহিংসতায় নিহত এক কর্মীর পরিবারের প্রতি সমবেদনা ও সান্ত্বনা জানাতে সিলেটের বালাগঞ্জে যাবেন ঐক্যফ্রন্টের সিনিয়র নেতারা।

জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের মধ্যে সিলেট যাওয়ার কথা রয়েছে- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

শীর্ষ নেতাদের জেলায় সফরের বিষয়ে সিলেট নগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেন, ঐক্যফ্রন্টের নেতারা সিলেট এসে প্রথমে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরাণের (রহ.) মাজার জিয়ারত করবেন। পরে জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন সংঘাতে নিহত সিলেট-৩ আসনের বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সায়েম আহমদ সোহেলের বাড়িতে যাবেন। এরপর ভোটের দিন ক্ষতিগ্রস্ত নির্বাচনি এলাকা পরিদর্শন করবেন ঐক্যফ্রন্টের নেতারা।

এর আগে ঐক্যফ্রন্টের নেতারা গত ৫ জানুয়ারি নোয়াখালীতে গণধর্ষণের শিকার নারীকে দেখতে গিয়েছিলেন।

বিডি২৪লাইভ/এআইআর

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: