প্রথম পর্ব শেষ, কোন দলের কত পয়েন্ট?

প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০১৯, ১১:১০ এএম

চলছে বাংলাদেশ ক্রিকেট লিগের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম বিপিএলের ষষ্ঠ আসর। শেষ হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের ঢাকার ১ম পর্ব। একদিন বিরতি দিয়ে মঙ্গলবার (১৫ জানুয়ারি) শুরু হবে সিলেট পর্ব। এখন পর্যন্ত খেলা ৪ ম্যাচে শতভাগ জয়ে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান দখলে রেখেছে সাকিবের ঢাকা ডাইনামাইটস।আর তলানিতে রয়েছে খুলনা টাইটান্স।

রবিবার (১৩ জানুয়ারি) অনুষ্ঠেয় ম্যাচ শেষে পয়েন্ট তালিকায় অবস্থানের উন্নতি হয়েছে চিটাগং ভাইকিংস। হাইস্কোরিং ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে ৪ ম্যাচে নিজেদের ৩য় জয় তুলে ৬ পয়েন্টে তালিকার ২ নম্বরে চিটাগং ভাইকিংস।

সবথেকে বেশি ৫ ম্যাচ খেলে ২ জয় আর ৩ তিক্ততা রংপুর রাইডার্সের। ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ৩ নম্বরে মাশরাফি বাহিনী। নিজেদের ৪ ম্যাচে ২ জয়ের সাথে ২ বারের হতাশায় ৪ পয়েন্ট নিয়ে ৪ নম্বরে অবস্থান করছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সমান ম্যাচে সমান ৪ পয়েন্ট নিয়ে রানরেটে পিছিয়ে টেবিলের ৫ নম্বরে মিরাজের রাজশাহী কিংস।

&dquote;&dquote;

এদিকে সবচেয়ে কম ৩ ম্যাচ খেলে ২ তিক্ততা আর ১ জয়ে ২ পয়েন্ট নিয়ে সিলেট সিক্সার্স আছে তালিকার ৬ নম্বরে। টেবিলের তলানিতে ৪ ম্যাচ কোনও জয়ের মুখ না দেখা মাহমুদুল্লাহর খুলনা টাইটানস।

বিডি২৪লাইভ/এসএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: